শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৫৪
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৫৪। আলী ইব্ন মা‘বাদ (রাহঃ)….. ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জিনেরা যখন শেষ রাতে মক্কার কোন এক ঘাটিতে রাসূলুল্লাহ (ﷺ)- এর সাথে সাহ্মাত করে তখন তারা তাঁকে নিজেদের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রত্যেক হাড় যা তোমাদের হাতে পতিত হয়, যার উপর আল্লাহর নাম নেয়া হয়েছে, তা গোশত দ্বারা পূর্ণ হয়ে যায়। আর গোবর হল তোমাদের জন্তুদের খাবার। তারা বলল, মানুষ তা আমাদের জন্য নাপাক করে দেয়। কথন তিনি (মানুষকে) বললেন, তোমরা পশুর মল এবং হাড় দ্বারা ইস্তিঞ্জা করবে না। কারণ তা তোমাদের ভাই জিনদের খাবার।
754 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ: سَأَلَتِ الْجِنُّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ لَيْلَةٍ لَقِيَهُمْ فِي بَعْضِ شِعَابِ مَكَّةَ , الزَّادَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ عَظْمٍ يَقَعُ فِي أَيْدِيكُمْ , قَدْ ذُكِرَ اسْمُ اللهِ عَلَيْهِ , أَوْفَرُ مَا يَكُونُ لَحْمًا , وَالْبَعْرُ يَكُونُ عَلَفًا لِدَوَابِّكُمْ» فَقَالَ: إِنَّ بَنِي آدَمَ يُنَجِّسُونَهُ عَلَيْنَا فَعِنْدَ ذَلِكَ قَالَ: «لَا تَسْتَنْجُوا بِرَوْثِ دَابَّةٍ وَلَا بِعَظْمٍ , إِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, হাড্ডি, গোবর ও কয়লা দ্বারা ইস্তিঞ্জা করা নিষেধ। সুতরাং আমাদেরকে সেটা অনুসরণ করা দরকার। আর এটাই হানাফী মাযহাবের মত। (হিদায়া: ১/৩৯)
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭৫৪ | মুসলিম বাংলা