কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
كتاب السنن للإمام ابن ماجة
৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫২৭
আন্তর্জাতিক নং: ১৫২৭
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫২৭। আহমদ ইবন আব্দা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক কৃষ্ণকায় মহিলা মসজিদের সন্নিকটে বসবাস করতো। রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখতে পেলেন না। কয়েকদিন পর তার সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন। তখন তাকে জানান হলোঃ সে তো মারা গেছে। তিনি বললেনঃ তোমরা কেন আমাকে সংবাদ দাওনি? তারপর তিনি তার কবরের কাছে আসেন এবং তার জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ فَفَقَدَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فَسَأَلَ عَنْهَا بَعْدَ أَيَّامٍ فَقِيلَ لَهُ إِنَّهَا مَاتَتْ قَالَ فَهَلَّا آذَنْتُمُونِي فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا
হাদীস নং:১৫২৮
আন্তর্জাতিক নং: ১৫২৮
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫২৮। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) .... খারিজ ইবন যায়দ ইবন ছাবিত (রাযিঃ) এর বড় ভাই ইয়াযীদ ইবন ছাবিত (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা নবী (ﷺ) -এর সঙ্গে বের হলাম। তিনি ‘বাকী' গোরস্তানে পৌঁছে একটি নূতন কবর দেখে সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাঁরা বললেনঃ অমুক মহিলার কবর। রাবী বলেনঃ তিনি তাকে চিনতে পারলেন এবং বললেনঃ তোমরা কেন আমাকে তার সম্পর্কে সংবাদ দিলে না? তারা বললোঃ আপনি তো সিয়ামরত অবস্থায় আরাম করছিলেন। কাজেই আমরা আপনাকে কষ্ট দিতে ভাল মনে করিনি। তিনি বললেনঃ তোমরা এরূপ করো না। তোমাদের কেউ যখন মারা যায় এবং আমি তোমাদের মাঝে থাকি, তখন তোমরা অবশ্যই তার সম্পর্কে আমাকে সংবাদ দিবে। কেননা, আমার সালাত আদায় তার জন্য রহমত। তারপর তিনি কবরের কাছে আসলেন। আমরা তাঁর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। তখন তিনি চার তাকবীরের সাথে তার জানাযার সালাত আদায় করলেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ حَدَّثَنَا خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ يَزِيدَ بْنِ ثَابِتٍ وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدٍ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا وَرَدَ الْبَقِيعَ فَإِذَا هُوَ بِقَبْرٍ جَدِيدٍ فَسَأَلَ عَنْهُ قَالُوا فُلَانَةُ قَالَ فَعَرَفَهَا وَقَالَ أَلَا آذَنْتُمُونِي بِهَا قَالُوا كُنْتَ قَائِلًا صَائِمًا فَكَرِهْنَا أَنْ نُؤْذِيَكَ قَالَ فَلَا تَفْعَلُوا لَا أَعْرِفَنَّ مَا مَاتَ مِنْكُمْ مَيِّتٌ مَا كُنْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلَّا آذَنْتُمُونِي بِهِ فَإِنَّ صَلَاتِي عَلَيْهِ لَهُ رَحْمَةٌ ثُمَّ أَتَى الْقَبْرَ فَصَفَفْنَا خَلْفَهُ فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৫২৯
আন্তর্জাতিক নং: ১৫২৯
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫২৯। ইয়াকূব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ….. আমির ইবন রবীআ (রাযিঃ) থেকে বর্ণিত। জনৈক কৃষ্ণকায় মহিলা মারা যায়; কিন্তু নবী (ﷺ) কে তার সংবাদ দেওয়া হয়নি। পরে তাকে এ ব্যাপারে অবহিত করা হলে তিনি বললেনঃ তোমরা কেন আমাকে এ সংবাদ দাও নি? এরপর তিনি তাঁর সাহাবীদের বললেন তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। তারপর তিনি তার জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهِ أَنَّ امْرَأَةً سَوْدَاءَ مَاتَتْ وَلَمْ يُؤْذَنْ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَأُخْبِرَ بِذَلِكَ فَقَالَ هَلَّا آذَنْتُمُونِي بِهَا ثُمَّ قَالَ لِأَصْحَابِهِ صُفُّوا عَلَيْهَا فَصَلَّى عَلَيْهَا

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৫৩০
আন্তর্জাতিক নং: ১৫৩০
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫৩০। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ....ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তির পরিচর্যা করতেন। পরে সে মারা যায় এবং তার লোকেরা তাকে রাতে দাফন করে। সকালে রাসূলুল্লাহ (ﷺ) -কে এ সংবাদ জানান হলে তিনি বলেনঃ আমাকে সংবাদ দিতে কিসে তোমাদের বারণ করলো? তারা বললোঃ রাত ছিল গভীর আঁধারে আচ্ছন্ন। তাই আমরা আপনাকে কষ্ট দেওয়া সমীচীন মনে করিনি। তখন তিনি তার কবরের নিকটে আসেন এবং তার জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ عَنْ الشَّعْبِيِّ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَاتَ رَجُلٌ وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعُودُهُ فَدَفَنُوهُ بِاللَّيْلِ فَلَمَّا أَصْبَحَ أَعْلَمُوهُ فَقَالَ مَا مَنَعَكُمْ أَنْ تُعْلِمُونِي قَالُوا كَانَ اللَّيْلُ وَكَانَتْ الظُّلْمَةُ فَكَرِهْنَا أَنْ نَشُقَّ عَلَيْكَ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৩১
আন্তর্জাতিক নং: ১৫৩১
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫৩১। আব্বাস ইবন আব্দুল আযীম আম্বারী ও মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে কবরে রাখার পর তার জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى قَبْرٍ بَعْدَ مَا قُبِرَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫৩২
আন্তর্জাতিক নং: ১৫৩২
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫৩২। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) ...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) জনৈক মৃত ব্যক্তির দাফনের পর জানাযার সালাত আদায় করেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا مِهْرَانُ بْنُ أَبِي عُمَرَ عَنْ أَبِي سِنَانٍ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى عَلَى مَيِّتٍ بَعْدَ مَا دُفِنَ

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৫৩৩
আন্তর্জাতিক নং: ১৫৩৩
কবরের উপর জানাযার সালাত আদায় করা
১৫৩৩। আবু কুরায়ব (রাহঃ) .... আবু সায়ীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক কৃষ্ণকায় মহিলা মসজিদের কাছে বাস করত। সে রাতে মারা যায়। ভোর হলে রাসূলুল্লাহ (ﷺ) কে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়। তখন তিনি বলেনঃ তোমরা যে কেন আমাকে তার মৃত্যু সংবাদ দাওনি? এরপর তিনি তাঁর সাহাবীদের নিয়ে বের হন এবং তিনি তার কবরের পাশে দাঁড়ান। তিনি তার উপর তাকবীর পাঠ করেন, আর এ সময় লোকেরা তাঁর পেছনে ছিল। তিনি তার জন্য দু'আ করেন। এরপর ফিরে এলেন।
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الْقَبْرِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْمُغِيرَةِ عَنْ أَبِي الْهَيْثَمِ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ كَانَتْ سَوْدَاءُ تَقُمُّ الْمَسْجِدَ فَتُوُفِّيَتْ لَيْلًا فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أُخْبِرَ بِمَوْتِهَا فَقَالَ أَلَا آذَنْتُمُونِي بِهَا فَخَرَجَ بِأَصْحَابِهِ فَوَقَفَ عَلَى قَبْرِهَا فَكَبَّرَ عَلَيْهَا وَالنَّاسُ خَلْفَهُ وَدَعَا لَهَا ثُمَّ انْصَرَفَ