কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫২৩
আন্তর্জাতিক নং: ১৫২৩
আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে
১৫২৩। আবু বিশর বকর ইবন খালাফ (রাহঃ) …… ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আব্দুল্লাহ ইব্‌ন উবাই যখন মারা যায়, তখন তার পুত্র নবী (ﷺ) এর কাছে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনার কামিস খানি আমাকে দান করুন, যাতে তার (আমার পিতার) কাফনের ব্যবস্থা করতে পারি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমাকে তার দাফনের সময় সংবাদ দিও। নবী (ﷺ) যখন তার জানযার সালাত আদায়ের ইচ্ছা করলেন, তখন উমর ইবন খাত্তাব (রাযিঃ) তাঁকে বললেনঃ আপনার কি হলো? নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করলেন এবং নবী (ﷺ) তাঁকে বললেনঃ আমাকে দু'টো বিষয়ের ইখতিয়ার দান করা হয়েছেঃ আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা ক্ষমা প্রার্থনা নাই করুন এবং মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত নাযিল করেনঃ

وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ

“তাদের কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।" (তাওবাঃ৮৪)
بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ
- حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آذِنُونِي بِهِ فَلَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُصَلِّيَ عَلَيْهِ قَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا ذَاكَ لَكَ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ (اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ) فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫২৪
আন্তর্জাতিক নং: ১৫২৪
আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে
১৫২৪। 'আম্মার ইব্‌ন খালিদ ওয়াসিতী ও সাহল ইবন আবু সাহল (রাহঃ) ....জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মুনাফিক নেতা মদীনায় মারা যায়। সে তার জানাযার সালাত নবী (ﷺ) কে আদায় করার ওসীয়ত করে যায়। এবং তার কামিস দ্বারা কাফন দেওয়া হয়। তিনি তার জানাযার সালাত আদায় করেন এবং তাঁর কামিস দ্বারা তার কাফন দেন, আর তিনি তার কবরের পাশে দাঁড়ান। তখন আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করেন।

وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ

“তাদের কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাযার সালাত আদায় করবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না।” (সূরা তাওবাঃ৮৪)
بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ
حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ الْوَاسِطِيُّ وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ قَالَا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ مُجَالِدٍ عَنْ عَامِرٍ عَنْ جَابِرٍ قَالَ مَاتَ رَأْسُ الْمُنَافِقِينَ بِالْمَدِينَةِ وَأَوْصَى أَنْ يُصَلِّيَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنْ يُكَفِّنَهُ فِي قَمِيصِهِ فَصَلَّى عَلَيْهِ وَكَفَّنَهُ فِي قَمِيصِهِ وَقَامَ عَلَى قَبْرِهِ فَأَنْزَلَ اللهُ (وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَى قَبْرِهِ)
হাদীস নং:১৫২৫
আন্তর্জাতিক নং: ১৫২৫
আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে
১৫২৫। আহমাদ ইবন য়ূসুফ সুলামী (রাহঃ) ......... ওয়াসিলা আসকা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক মৃতের জানাযার সালাত আদায় করবে এবং প্রত্যেক আমীরের নেতৃত্বে জিহাদ করবে।
بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْحَارِثُ بْنُ نَبْهَانَ حَدَّثَنَا عُتْبَةُ بْنُ يَقْظَانَ عَنْ أَبِي سَعِيدٍ عَنْ مَكْحُولٍ عَنْ وَاثِلَةَ بْنِ الْأَسْقَعِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلُّوا عَلَى كُلِّ مَيِّتٍ وَجَاهِدُوا مَعَ كُلِّ أَمِيرٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫২৬
আন্তর্জাতিক নং: ১৫২৬
আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে
১৫২৬। আব্দুল্লাহ ইবন আমির ইবন যুরারা (রাহঃ)...... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এর জনৈক সাহাবী আহত হন। এতে তার তীব্র যন্ত্রণা হয়। ফলে তিনি তীরের ফলা দ্বারা আত্মহত্যা করেন। নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করেন নি। তিনি বলেনঃ এ হচ্ছে তাঁর পক্ষ থেকে শিষ্টাচার।
بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ
- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم جُرِحَ فَآذَتْهُ الْجِرَاحَةُ فَدَبَّ إِلَى مَشَاقِصَ فَذَبَحَ بِهَا نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ وَكَانَ ذَلِكَ مِنْهُ أَدَبًا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান