ওয়াছিলা ইবনে আসকা‘ (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত ওয়াছিলা ইবনুল আসকা' রাযি. হযরত ওয়াছিলা ইবনুল আসকা' রাযি. লায়ছ গোত্রীয় একজন সাহাবী। তাঁর উপনাম আবু শাদ্দাদ। কারও মতে আবুল খাত্তাব। কেউ বলেন আবুল আসকা'। এছাড়াও তাঁর উপনাম সম্পর্কে নানা মত আছে। তিনি আসহাবুস সুফফার অন্তর্ভুক্ত একজন সাহাবী। তিনি হিজরী ৯ম সনে ইসলাম গ্রহণ করেন। তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি চলছিল। হযরত ওয়াছিলা রাযি. এ সময় একদিন মদীনা মুনাউওয়ারায় আসলেন এবং মসজিদে ফজরের নামায পড়লেন। নামায শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন তাঁর উপর চোখ পড়ল। জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি নিজ পরিচয় দিলেন। জিজ্ঞেস করলেন, কেন এসেছ? বললেন, বায়'আত গ্রহণের জন্য। জিজ্ঞেস করলেন, তোমার ভালো লাগা মন্দ লাগা সর্বাবস্থায় কি আনুগত্য রক্ষা করবে! তিনি বললেন, হাঁ। অতঃপর তাঁর বায়'আত সম্পন্ন হয়ে গেল। হযরত ওয়াছিলা রাযি. ছিলেন নিতান্তই গরীব। তাঁর কোনও বাহন ছিল না। তিনি ডাক দিয়ে বললেন, কে আমাকে বাহন দেবে, আমি তাকে গনীমতের সম্পদে যে অংশ পাব তা দিয়ে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী