কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৮০
আন্তর্জাতিক নং: ৮৮০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ....... মায়মূনা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) যখন সিজদা করতেন, তখন তিনি তাঁর দু'হাত এতটা বিস্তার করে রাখতেন, যাতে কোন বকরীর বাচ্চা অনায়াসে দুই হাতের মাঝখান দিয়ে যাতায়াত করতে পারতো।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَصَمِّ، عَنْ عَمِّهِ، يَزِيدَ بْنِ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا سَجَدَ جَافَى يَدَيْهِ فَلَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ بَيْنَ يَدَيْهِ لَمَرَّتْ ‏.‏
হাদীস নং: ৮৮১
আন্তর্জাতিক নং: ৮৮১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….. 'উবাইদুল্লাহ ইবন আকরাম খুযায়ী' (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার আমি আমার পিতার সঙ্গে 'নামিরা' এলাকায় একটি উচ্চ স্থানে অবস্থান করছিলাম। তখন আমাদের পাশ দিয়ে কতিপয় সওয়ারী অতিক্রম করছিল। পরে তারা রাস্তার এক পাশে অবস্থান নিল। তখন আমার পিতা আমাকে বললেনঃ তুমি তোমার বকরীর পালের সাথে থাক। আমি জেনে আসি যে, তারা কারা? রাবী বলেনঃ এরপর তিনি বেরিয়ে গেলেন এবং আমিও তাঁর কাছে পৌঁছলাম। তিনি ছিলেন রাসূলূল্লাহ (ﷺ)। আমি সালাতে হাযির হলাম এবং তাঁদের সঙ্গে সালাত আদায় করলাম। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সিজদা করার সময়ে তাঁর উভয় বগলের সাদা অংশ দেখতে পেলাম।

ইবন মাজাহ (রাহঃ) বলেনঃ কিছু লোক তাঁকে উবায়দুল্লাহ ইবন 'আব্দুল্লাহ্ও বলতো। আর আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) বলেনঃ আর কিছু লোক তাঁকে আব্দুল্লাহ ইবন উবায়দুল্লাহ্ বলতো।
মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ).........আব্দুল্লাহ ইবন আকরাম (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ الْخُزَاعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بِالْقَاعِ مِنْ نَمِرَةَ فَمَرَّ بِنَا رَكْبٌ فَأَنَاخُوا بِنَاحِيَةِ الطَّرِيقِ فَقَالَ لِي أَبِي كُنْ فِي بَهْمِكَ حَتَّى آتِيَ هَؤُلاَءِ الْقَوْمَ فَأُسَائِلَهُمْ ‏.‏ قَالَ فَخَرَجَ وَجِئْتُ - يَعْنِي دَنَوْتُ - فَإِذَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَحَضَرْتُ الصَّلاَةَ فَصَلَّيْتُ مَعَهُمْ فَكُنْتُ أَنْظُرُ إِلَى عُفْرَتَىْ إِبْطَىْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كُلَّمَا سَجَدَ ‏.
‏ قَالَ ابْنُ مَاجَهْ النَّاسُ يَقُولُونَ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ يَقُولُ النَّاسُ عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏.‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَصَفْوَانُ بْنُ عِيسَى، وَأَبُو دَاوُدَ قَالُوا حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ৮৮২
আন্তর্জাতিক নং: ৮৮২
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮২। হাসান ইবন 'আলী খাল্লাল (রাহঃ) ....... ওয়ায়েল ইবন হুজুর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে দেখেছি, তিনি সিজদার সময় উভয় হাতের আগে উভয় হাঁটু রাখতেন। আর যখন তিনি সিজদা থেকে উঠতেন, তখন তিনি তাঁর দু'হাত দু'হাঁটুর আগে উঠাতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا سَجَدَ وَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ وَإِذَا قَامَ مِنَ السُّجُودِ رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ ‏.‏
হাদীস নং: ৮৮৩
আন্তর্জাতিক নং: ৮৮৩
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮৩। বিশ্বর ইবন মু'আয যারীর (রাহঃ) ….. ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি সাতটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর সিজ্দা করার জন্য আদিষ্ট হয়েছি।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الضَّرِيرُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، وَحَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৮৮৪
আন্তর্জাতিক নং: ৮৮৪
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮৪। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) …… ইবন 'আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি সাতটি অঙ্গের উপর সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি। আর আমি যেন চুল ও কাপড় (সিজদার মাঝে) না সামলাই।

ইবন তাউস বলেন, আমার পিতা বলতেনঃ (সাত অঙ্গ হলোঃ) দু'হাত, দু'হাঁটু, দুই পা এবং কপাল ও নাক। তিনি নাক ও কপালকে একটি অঙ্গ হিসেবে গণ্য করতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعٍ وَلاَ أَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا ‏"‏ ‏.‏ قَالَ ابْنُ طَاوُسٍ فَكَانَ أَبِي يَقُولُ الْيَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ وَالْقَدَمَيْنِ وَكَانَ يَعُدُّ الْجَبْهَةَ وَالأَنْفَ وَاحِدًا ‏.‏
হাদীস নং: ৮৮৫
আন্তর্জাতিক নং: ৮৮৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮৫। ই'য়াকুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ) ….. 'আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেনঃ বান্দা যখন সিজদা করে, তখন তার সাথে তার সাতটি অঙ্গ সিজদা করে থাকে। তার মুখমণ্ডল, তার দুই হাতের তালু, তার দুই হাঁটু এবং তার দুই পা।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ إِذَا سَجَدَ الْعَبْدُ سَجَدَ مَعَهُ سَبْعَةُ آرَابٍ وَجْهُهُ وَكَفَّاهُ وَرُكْبَتَاهُ وَقَدَمَاهُ ‏"‏ ‏.‏
হাদীস নং: ৮৮৬
আন্তর্জাতিক নং: ৮৮৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
সিজদা করা
৮৮৬। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ….... রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী আহমার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সিজদা করতেন, তখন তাঁর বাহুদ্বয় এতটা পৃথক করে রাখতেন যে, আমাদের মনে তাঁর ভয়ানক কষ্টের কথা রেখাপাত করতো।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب السُّجُودِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ رَاشِدٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا أَحْمَرُ، صَاحِبُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِنْ كُنَّا لَنَأْوِي لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِمَّا يُجَافِي بِيَدَيْهِ عَنْ جَنْبَيْهِ إِذَا سَجَدَ ‏.‏
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: