ওয়াইল ইবনে হুজর (রাঃ)

وائل بْن حجر بْن ربيعة بْن وائل بْن يعمر الحضرمي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত ওয়াইল ইবন হুজর রাযি. হযরত ওয়াইল ইবন হুজর রাযি. একজন বিখ্যাত সাহাবী। তিনি বিখ্যাত হিময়ার গোত্রের লোক ও হাজরামাওতের বাসিন্দা ছিলেন। তাঁর উপনাম আবু হুনায়দা। তিনি ছিলেন হিময়ার গোত্রের শেষ রাজা। এ গোত্রের রাজাকে 'কায়ল' বলা হত। তাঁর পিতাও গোত্রের রাজা ছিলেন। মক্কাবিজয়ের পর তাঁর অন্তর ইসলামের দিকে ধাবিত হয়। তিনি বিভিন্ন সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পেরেছিলেন। তাতে উপলব্ধি করেছিলেন তিনি সত্যনবী। সুতরাং তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি সিদ্ধান্ত নেন রাজত্ব ছেড়ে দেবেন এবং মদীনায় হিজরত করবেন। সে লক্ষ্যে তিনি আরও কতিপয় লোকসহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়ে পড়েন। তিনি মদীনায় পৌঁছার ৩ দিন আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের সুসংবাদ দেন, সুদূর হাজরামাওত থেকে ওয়াইল ইবন হুজর আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আগ্রহী হয়ে স্বেচ্ছায় আগমন করবে। সে ওখানকার সর্বশেষ রাজা। ওয়াইল ইবন হুজর মদীনা মুনাউওয়ারায় পৌঁছলে প্রথমে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

ابن عبد البر - الاستيعاب في معرفة الصحابة وائل بْن حجر بْن ربيعة بْن وائل بْن يعمر الحضرمي يكنى أبا هنيدة. كَانَ قيلًا من أقيال حضرموت، وَكَانَ أبوه من ملوكهم، وفد عَلَى رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم. ويقال: إنه بشّر به رسول الله صلى الله عليه وسلم أصحابه قبل قدومه، وَقَالَ: يأتيكم وائل بْن حجر من أرض بعيدة من حضرموت طائعًا راغبًا فِي اللَّه وفي رسوله، وَهُوَ بقية أبناء الملوك. فلما دخل عَلَيْهِ رحب به، وأدناه من نفسه، وقرب مجلسه، وبسط له رداءه، فأجلسه عَلَيْهِ مَعَ نفسه عَلَى مقعده، وَقَالَ: اللَّهمّ بارك فِي وائل وولده وولد ولده واستعمله النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أقيال من حضرموت، وكتب معه ثلاثة كتب، منها كتاب إِلَى المهاجر بْن أبي أمية، وكتاب إِلَى الأقيال والعباهلة، وأقطعه أرضًا. وأرسل معه معاوية بْن أبي سُفْيَان، فخرج معاوية راجلًا معه ووائل بْن حجر عَلَى ناقته راكبًا، فشكا إِلَيْهِ معاوية حر الرمضاء، فَقَالَ له: ابتعل ظل الناقة، فَقَالَ معاوية: وما يغني... বিস্তারিত পড়ুন