কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

كتاب السنن للإمام ابن ماجة

৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৮৭
আন্তর্জাতিক নং: ৮৮৭
রুকু ও সিজ্দার তাসবীহ্
৮৮৭। 'আমর ইবন রাফে' বাজালী (রাহঃ) ….. 'উকবা ইবন আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যখন فسبح باسم ربك العظيم আয়াতটি নাযিল হয়, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের বললেনঃ তোমরা একে তোমাদের রুকূর তাসবীহ্তে শামিল করে নাও। আরু যখন سبح اسم ربك الاعلى আয়াতটি নাযিল হয়, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের বললেনঃ একে তোমাদের সিজদার তাসবীহ্তে শামিল করে নাও।
بَاب التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ الْبَجَلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ الْغَافِقِيِّ، قَالَ سَمِعْتُ عَمِّي، إِيَاسَ بْنَ عَامِرٍ يَقُولُ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ لَمَّا نَزَلَتْ ‏(فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ)‏ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ ‏"‏ ‏.‏ فَلَمَّا نَزَلَتْ ‏(سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى)‏ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ ‏"‏ ‏.‏
হাদীস নং:৮৮৮
আন্তর্জাতিক নং: ৮৮৮
রুকু ও সিজ্দার তাসবীহ্
৮৮৮। মুহাম্মাদ ইবন রুমহ্ মিসরী (রাহঃ)........... হুযায়ফা ইবন ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ তিনি যখন রুকূ করতেন, তখন سبحان ربى العظيم তিনবার বলতেন, আর তিনি যখন সিজদা করতেন, তখন سبحان ربى الاعلى তিনবার বলতেন।
بَاب التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي الأَزْهَرِ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ إِذَا رَكَعَ ‏"‏ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ وَإِذَا سَجَدَ قَالَ ‏"‏ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏
হাদীস নং:৮৮৯
আন্তর্জাতিক নং: ৮৮৯
রুকু ও সিজ্দার তাসবীহ্
৮৮৯। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) …… 'আয়েশা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর রুকূ ও সিজ্দায় অধিকাংশ সময় سبحانك اللهم وبحمدك - اللهم اغفر لى বলতেন। তিনি কুরআনের নির্দেশমত এরূপ করতেন।
بَاب التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ ‏ "‏ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ‏"‏ ‏.‏ يَتَأَوَّلُ الْقُرْآنَ ‏.‏
হাদীস নং:৮৯০
আন্তর্জাতিক নং: ৮৯০
রুকু ও সিজ্দার তাসবীহ্
৮৯০। আবু বকর ইবন খাল্লাদ বাহিলী (রাহঃ) …… ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ রুকূতে যায়, তখন সে যেন তার রুকূতে سبحان ربى العظيم তিনবার বলে। সে যদি এরূপ করে, তবে তার রুকূ পূরা হলো। আর যখন তোমাদের কেউ করে, তখন সে যেন তার সিজদায় سبحان ربى الاعلى তিনবার বলে। যদি সে এরূপ করে তবে সিজদা পূরা হলো। আর এটা হলো তার ন্যূনতম সংখ্যা।
بَاب التَّسْبِيحِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ إِسْحَاقَ بْنِ يَزِيدَ الْهُذَلِيِّ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ‏.‏ ثَلاَثًا فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّ رُكُوعُهُ وَإِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَقُلْ فِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ‏.‏ ثَلاَثًا فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّ سُجُودُهُ وَذَلِكَ أَدْنَاهُ ‏"‏ ‏.‏