আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯২৫
আন্তর্জাতিক নং: ৩৯২৫
পরিচ্ছেদ : মক্কা মুকাররমার ফযীলত
৩৯২৫। কুতায়বা (রাহঃ)... আব্দুল্লাহ ইব্ন আদী ইব্ন হামরা যুহরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে (মক্কার) হাযওয়ারায় দাঁড়ানো দেখেছি। তিনি তখন বললেন : আল্লাহর কসম! (হে মক্কা) তুমি হলে আল্লাহর সর্বোত্তম যমীন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আমাকে যদি বের না করে দেওয়া হত, তবে আমি বের হতাম না ।
হাদীসটি হাসান-গারীব-সাহীহ।
ইউনুস (রাহঃ) এটিকে যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্ন আমর (রাহঃ) এটিকে আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন । তবে আবু সালামা-আব্দুল্লাহ ইব্ন আদী ইব্ন হামরা (রাযিঃ) সূত্রে বর্ণিত যুহরী (রাহঃ)-এর রিওয়ায়াতটি আমার মতে অধিক সাহীহ।
হাদীসটি হাসান-গারীব-সাহীহ।
ইউনুস (রাহঃ) এটিকে যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইব্ন আমর (রাহঃ) এটিকে আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন । তবে আবু সালামা-আব্দুল্লাহ ইব্ন আদী ইব্ন হামরা (রাযিঃ) সূত্রে বর্ণিত যুহরী (রাহঃ)-এর রিওয়ায়াতটি আমার মতে অধিক সাহীহ।
بَابٌ فِي فَضْلِ مَكَّةَ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الحَزْوَرَةِ فَقَالَ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ» وَقَدْ رَوَاهُ يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَحَدِيثُ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ عِنْدِي أَصَحُّ»

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩৯২৬
আন্তর্জাতিক নং: ৩৯২৬
পরিচ্ছেদ : মক্কা মুকাররমার ফযীলত
৩৯২৬। মুহাম্মাদ ইব্ন মুসা বসরী (রাহঃ)... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা মুকাররমা প্রসঙ্গে বলেছিলেন : কত পবিত্র তুমি এ শহর এবং কত যে প্রিয় তুমি আমার কাছে! আমার কওম যদি আমাকে বের না করে দিত তবে তুমি ছাড়া আর কোথাও আমি বসবাস করতাম না । এ সূত্রে হাদীসটি হাসান-সাহীহ-গারীর।
باب في فضل مكة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا الفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، وَأَبُو الطُّفَيْلِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَّةَ: «مَا أَطْيَبَكِ مِنْ بَلَدٍ، وَأَحَبَّكِ إِلَيَّ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا سَكَنْتُ غَيْرَكِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»

তাহকীক:
তাহকীক চলমান