আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৯২৭
আন্তর্জাতিক নং: ৩৯২৭
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৭। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া আযদী ও আহমাদ ইবন মানী' প্রমুখ (রাহঃ)... সালমান (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) আর আমাকে বলেছেন: হে সালমান! আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে না, তাহলে দীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে আমরা কি করে হিংসা করতে পারি? আপনার মাধ্যমেই তো ।আল্লাহ্ তা'আলা আমাদের হিদায়ত করেছেন।

নবী (ﷺ) বললেন : আরবদের যদি ঘৃণা কর, তবে তুমি আমাকে ঘৃণা করলে । হাদীসটি হাসান-গারীব। আবু বাদর শুজা' ইবনুল ওয়ালীদ (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে মাদের কিছু জানা নেই
بَابٌ فِي فَضْلِ العَرَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ، وَأَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الوَلِيدِ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا سَلْمَانُ لَا تَبْغَضْنِي فَتُفَارِقَ دِينَكَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَبْغَضُكَ وَبِكَ هَدَانَا اللَّهُ؟ قَالَ: «تَبْغَضُ العَرَبَ فَتَبْغَضُنِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي بَدْرٍ شُجَاعِ بْنِ الوَلِيدِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯২৮
আন্তর্জাতিক নং: ৩৯২৮
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৮। আব্দ ইব্‌ন হুমায়দ (রাহঃ)... উছমান ইব্‌ন আফফান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আরবদের ধোকা দিবে, সে ব্যক্তি আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবে না এবং আমার মহব্বতও সে পাবে না ।

হাদীসটি গারীব। হুসায়ন ইব্‌ন উমার আহমাসী-মুখারিক সূত্রে বর্ণিত রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই । হাদীস বিশারদগণের মতে হুসায়ন নির্ভরযোগ্য নন ।
باب في فضل العرب
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ العَبْدِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الأَسْوَدِ، عَنْ حُصَيْنِ بْنِ عُمَرَ، عَنْ مُخَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّ العَرَبَ لَمْ يَدْخُلْ فِي شَفَاعَتِي وَلَمْ تَنَلْهُ مَوَدَّتِي»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حُصَيْنِ بْنِ عُمَرَ الأَحْمَسِيِّ عَنْ مُخَارِقٍ»، «وَلَيْسَ حُصَيْنٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ بِذَاكَ القَوِيِّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯২৯
আন্তর্জাতিক নং: ৩৯২৯
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯২৯। ইয়াহ্ইয়া ইব্‌ন মুসা (রাহঃ)... মুহাম্মাদ ইব্‌ন আবু রাযীন তাঁর মাতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন : কোন আরব মারা গেলে উম্মুল হারীর (রাহঃ)-এর অবস্থা খুবই মারাত্মক হয়ে যেত। তাঁকে জিজ্ঞাসা করা হল, আমরা দেখি যে, কোন আরব মারা গেলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়?

তিনি বললেন : আমি আমার মালিককে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আরবদের ধ্বংস হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত ৷

মুহাম্মাদ ইব্‌ন আবু রাযীন (রাহঃ) বলেন : উম্মুল হারীর (রাহঃ)-এর মাওলা বা মালিক হলেন তালহা ইব্‌ন মালিক (রাযিঃ)।

হাদীসটি গারীব। সুলায়মান ইব্‌ন হারব (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
باب في فضل العرب
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي رَزِينٍ، عَنْ أُمِّهِ قَالَتْ: كَانَتْ أُمُّ الحُرَيْرِ، إِذَا مَاتَ أَحَدٌ مِنَ العَرَبِ اشْتَدَّ عَلَيْهَا، فَقِيلَ لَهَا: إِنَّا نَرَاكِ إِذَا مَاتَ رَجُلٌ مِنَ العَرَبِ اشْتَدَّ عَلَيْكِ. قَالَتْ: سَمِعْتُ مَوْلَايَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ اقْتِرَابِ السَّاعَةِ هَلَاكُ العَرَبِ» قَالَ مُحَمَّدُ بْنُ أَبِي رَزِينٍ: وَمَوْلَاهَا طَلْحَةُ بْنُ مَالِكٍ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ حَرْبٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩০
আন্তর্জাতিক নং: ৩৯৩০
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯৩০। মুহাম্মাদ ইব্‌ন ইয়াহ্ইয়া আযদী (রাহঃ)... উম্ম শারীক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : দাজ্জাল থেকে (মু'মিন) লোকেরা পালাবে। এমন কি তারা পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে।

উম্ম শারীক (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ্! সেদিন আরবরা কোথায় থাকবে? তিনি বললেন ঃ এরা হবে খুবই কম ।.. হাদীসটি হাসান-সাহীহ-গারীব ।
باب في فضل العرب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: حَدَّثَتْنِي أُمُّ شَرِيكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ حَتَّى يَلْحَقُوا بِالجِبَالِ». قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ العَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী:
হাদীস নং:৩৯৩১
আন্তর্জাতিক নং: ৩৯৩১
পরিচ্ছেদ : আরবের ফযীলত
৩৯৩১। বিশর ইব্‌ন মুআয আল-আকদী বসরী (রাহঃ)... সামুরা ইব্‌ন জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : সাম হল আরবের আদি পিতা। ইয়াফিছ হল রোমীয়দের আদি পিতা ৷ আর হাম হল হাবশীদের আদি পিতা।

এ হাদীসটি হাসান । ইয়াফিছ, ইয়াফিত এবং ইয়াফাত সবরূপেই কথিত আছে ।
باب في فضل العرب
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ الحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَامٌ أَبُو العَرَبِ، وَيَافِثُ أَبُو الرُّومِ، وَحَامٌ أَبُو الحَبَشِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ وَيُقَالُ: يَافِثُ وَيَافِتُ وَيَفَثُ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান