আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯১৪
আন্তর্জাতিক নং: ৩৯১৪
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৪। কুতায়বা (রাহঃ)... আলী ইব্ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ আমরা একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সঙ্গে বের হলাম । সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর মালিকানাধীন হাররা আস-সুকইয়া নামক স্থানে আমরা যখন পৌছলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : আমার জন্য উযূর পানি নিয়ে এস।
তিনি উযূ করলেন, পরে কিবলামুখী হয়ে দাঁড়ালেন এবং দু'আ করলেন : হে আল্লাহ্! ইবরাহীম (আ) ছিলেন আপনার বান্দা ও আপনার খালীল। তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দু'আ করেছেন। আর আমি আপনার বান্দা ও রাসূল। আমি আপনার কাছে দু'আ করছি, মদীনাবাসীর জন্য; আপনি বরকত দিন তাদের মুদ্দে ও তাদের সা'-তে। যেরূপ আপনি বরকত দিয়েছেন মক্কাবাসীদের, তার দ্বিগুণ-এক বরকত-এর সাথে আরো দুই বরকত।
হাদীসটি হাসান-সাহীহ।
এ বিষয়ে আয়িশা, আব্দুল্লাহ ইব্ন যায়দ এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
তিনি উযূ করলেন, পরে কিবলামুখী হয়ে দাঁড়ালেন এবং দু'আ করলেন : হে আল্লাহ্! ইবরাহীম (আ) ছিলেন আপনার বান্দা ও আপনার খালীল। তিনি মক্কাবাসীদের জন্য বরকতের দু'আ করেছেন। আর আমি আপনার বান্দা ও রাসূল। আমি আপনার কাছে দু'আ করছি, মদীনাবাসীর জন্য; আপনি বরকত দিন তাদের মুদ্দে ও তাদের সা'-তে। যেরূপ আপনি বরকত দিয়েছেন মক্কাবাসীদের, তার দ্বিগুণ-এক বরকত-এর সাথে আরো দুই বরকত।
হাদীসটি হাসান-সাহীহ।
এ বিষয়ে আয়িশা, আব্দুল্লাহ ইব্ন যায়দ এবং আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ।
بَابُ فِي فَضْلِ المَدِينَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ عَاصِمِ بْنِ عَمْرٍو، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِحَرَّةِ السُّقْيَا الَّتِي كَانَتْ لِسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْتُونِي بِوَضُوءٍ»، فَتَوَضَّأَ ثُمَّ قَامَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ، فَقَالَ: «اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ كَانَ عَبْدَكَ وَخَلِيلَكَ وَدَعَا لِأَهْلِ مَكَّةَ بِالبَرَكَةِ، وَأَنَا عَبْدُكَ وَرَسُولُكَ أَدْعُوكَ لِأَهْلِ الْمَدِينَةِ أَنْ تُبَارِكَ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ مِثْلَيْ مَا بَارَكْتَ لِأَهْلِ مَكَّةَ مَعَ البَرَكَةِ بَرَكَتَيْنِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَأَبِي هُرَيْرَةَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯১৫
আন্তর্জাতিক নং: ৩৯১৫
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৫। আব্দুল্লাহ ইব্ন আবু যিয়াদ (রাহঃ)... আলী ইবন আবু তালিব ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হল জান্নাতের বাগানসমূহের একটি বাগান।
হাদীসটি আলী (রাযিঃ) বর্ণিত সূত্রে হাসান গারীব ।
আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি ভিন্নভাবেও বর্ণিত হয়েছে ।
হাদীসটি আলী (রাযিঃ) বর্ণিত সূত্রে হাসান গারীব ।
আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে হাদীসটি ভিন্নভাবেও বর্ণিত হয়েছে ।
باب في فضل المدينة
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا أَبُو نُبَاتَةَ يُونُسُ بْنُ يَحْيَى بْنِ نُبَاتَةَ قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ وَرْدَانَ، عَنْ أَبِي سَعِيدِ بْنِ أَبِي المُعَلَّى، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَبِي هُرَيْرَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَلِيٍّ, وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯১৬
আন্তর্জাতিক নং: ৩৯১৬
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৬। মুহাম্মাদ ইব্ন কামিল মিরওয়াযী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হল জান্নাতের বাগানসমূহের একটি বাগান । এ সনদেই নবী (ﷺ) থেকে আরো বর্ণিত আছে যে, তিনি বলেছেন : আমার এ মসজিদে একবার সালাত
আদায় করা মসজিদে হারাম (বায়তুল্লাহ) ব্যতীত পৃথিবীর আর সব মসজিদে হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম ।
হাদীসটি সাহীহ।
আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অন্যভাবেও এটি বর্ণিত আছে।
আদায় করা মসজিদে হারাম (বায়তুল্লাহ) ব্যতীত পৃথিবীর আর সব মসজিদে হাজার সালাত আদায় করা অপেক্ষা উত্তম ।
হাদীসটি সাহীহ।
আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অন্যভাবেও এটি বর্ণিত আছে।
باب في فضل المدينة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَامِلٍ المَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ الزَّاهِدُ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ، عَنْ الوَلِيدِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الجَنَّةِ» وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ المَسَاجِدِ إِلَّا المَسْجِدَ الحَرَامَ»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَيْرِ وَجْهٍ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯১৭
আন্তর্জাতিক নং: ৩৯১৭
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৭। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) বলেছেন : মদীনায় মৃত্যুবরণ করা যদি কারো পক্ষে সম্ভব হয়, তবে সে যেন মদীনায় মারা যায় । কেননা যে ব্যক্তি এখানে মারা যাবে, আমি তার জন্য শাফাআত করব।
এ বিষয়ে সুবায়ইয়া বিনত হারিছ আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ৷ আযাব সাখতিয়ানী (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব।
এ বিষয়ে সুবায়ইয়া বিনত হারিছ আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে ৷ আযাব সাখতিয়ানী (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে হাদীসটি এ সূত্রে হাসান-সাহীহ-গারীব।
باب في فضل المدينة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالمَدِينَةِ فَلْيَمُتْ بِهَا، فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا» وَفِي البَابِ عَنْ سُبَيْعَةَ بِنْتِ الحَارِثِ الأَسْلَمِيَّةِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯১৮
আন্তর্জাতিক নং: ৩৯১৮
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৮। মুহাম্মাদ ইব্ন আব্দুল আ'লা (রাহঃ)... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর কাছে একবার তাঁর -এক আযাদকৃতা দাসী এসে বলল : আমার উপর যমানা বড় কঠিন হয়ে গেছে। আমি ইরাকের দিকে চলে যেতে চাচ্ছি।
তিনি বললেন : পুনরুত্থান অঞ্চল শামের দিকে কেন যাচ্ছ না? আরে মুর্খ মেয়ে, এখানেই ধৈর্য ধরে থাক । আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। যে ব্যক্তি মদীনার কঠোরতা এবং অভাবের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে তার জন্য হব সাক্ষী এবং সুপারিশকারী ।
এ বিষয়ে আবু সাঈদ, সুফয়ান ইব্ন আবু যুহায়র এবং সুবাইয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদীসটি হাসান- সহীহ -গরীব।
তিনি বললেন : পুনরুত্থান অঞ্চল শামের দিকে কেন যাচ্ছ না? আরে মুর্খ মেয়ে, এখানেই ধৈর্য ধরে থাক । আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। যে ব্যক্তি মদীনার কঠোরতা এবং অভাবের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে তার জন্য হব সাক্ষী এবং সুপারিশকারী ।
এ বিষয়ে আবু সাঈদ, সুফয়ান ইব্ন আবু যুহায়র এবং সুবাইয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদীসটি হাসান- সহীহ -গরীব।
باب في فضل المدينة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا المُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّ مَوْلَاةً لَهُ أَتَتْهُ فَقَالَتْ: اشْتَدَّ عَلَيَّ الزَّمَانُ، وَإِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ إِلَى العِرَاقِ. قَالَ: فَهَلَّا إِلَى الشَّامِ أَرْضِ المَنْشَرِ اصْبِرِي لَكَاعِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَبَرَ عَلَى شِدَّتِهَا وَلَأْوَائِهَا كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ القِيَامَةِ» وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ، وَسُفْيَانَ بْنِ أَبِي زُهَيْرٍ، وَسُبَيْعَةَ الأَسْلَمِيَّةِ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯১৯
আন্তর্জাতিক নং: ৩৯১৯
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯১৯। আবু সাঈব সালাম ইবন জুনাদা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : ইসলামের জনপদসমূহের মধ্যে সর্বশেষ যে জনপদ ধ্বংস হবে, সেটি হল মদীনা ।
হাদীসটি হাসান-গারীব। জুনাদা-হিশাম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদীসটি হাসান-গারীব। জুনাদা-হিশাম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب في فضل المدينة
حَدَّثَنَا أَبُو السَّائِبِ سَلْمُ بْنُ جُنَادَةَ قَالَ: أَخْبَرَنَا أَبِي جُنَادَةُ بْنُ سَلْمٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آخِرُ قَرْيَةٍ مِنْ قُرَى الإِسْلَامِ خَرَابًا المَدِينَةُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ جُنَادَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯২০
আন্তর্জাতিক নং: ৩৯২০
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২০। আল-আনসারী (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক মরুবাসী আরব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে ইসলামের বায়আত নেয়। তাকে মদীনার জ্বর পেয়ে বসে। তখন মরুবাসী আরব লোকটি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এসে বলল : আমার বায়আত ফিরিয়ে দিন ৷
রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। আরব লোকটি বের হয়ে গেল। পরে আবার তাঁর কাছে এল এবং বলল : আমার বায়আত ফিরিয়ে দিন। তিনি অস্বীকৃতি জানালেন। অনন্তর আরবটি বের হয়ে চলে গেল ।
তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : মদীনা তো হল হাপরের মত। সে এর ময়লা বিদূরীত করে দেয় এবং এর পবিত্রতা বিশুদ্ধ করে ।
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ ৷
রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। আরব লোকটি বের হয়ে গেল। পরে আবার তাঁর কাছে এল এবং বলল : আমার বায়আত ফিরিয়ে দিন। তিনি অস্বীকৃতি জানালেন। অনন্তর আরবটি বের হয়ে চলে গেল ।
তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : মদীনা তো হল হাপরের মত। সে এর ময়লা বিদূরীত করে দেয় এবং এর পবিত্রতা বিশুদ্ধ করে ।
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ ৷
باب في فضل المدينة
حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الإِسْلَامِ فَأَصَابَهُ وَعَكٌ بِالمَدِينَةِ فَجَاءَ الأَعْرَابِيُّ، إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ الأَعْرَابِيُّ ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا المَدِينَةُ كَالكِيرِ تَنْفِي خَبَثَهَا وَتُنَصِّعُ طَيِّبَهَا» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯২১
আন্তর্জাতিক নং: ৩৯২১
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২১। আনসারী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলতেন : মদীনায় যদি হরিণও বিচরণ করতে আমি দেখতে পাই, তবুও সেটিকে আমি শংকিত করি না। কারণ, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ এর দুই লাবা'-র মধ্যবর্তী অঞ্চলটি নিষিদ্ধ (হারাম) অঞ্চল ।
এ বিষয়ে সা'দ, আব্দুল্লাহ ইব্ন যায়দ, আনাস, আবু আয়ূব, যায়দ ইব্ন ছাবিত, রাফি' ইবন খাদী, সাহল ইব্ন হুনায়ফ (রাযিঃ) ও জাবির থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে ।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ ৷
এ বিষয়ে সা'দ, আব্দুল্লাহ ইব্ন যায়দ, আনাস, আবু আয়ূব, যায়দ ইব্ন ছাবিত, রাফি' ইবন খাদী, সাহল ইব্ন হুনায়ফ (রাযিঃ) ও জাবির থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে ।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সাহীহ ৷
باب في فضل المدينة
حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ يَقُولُ: لَوْ رَأَيْتُ الظِّبَاءَ تَرْتَعُ بِالمَدِينَةِ مَا ذَعَرْتُهَا، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ لَابَتَيْهَا حَرَامٌ» وَفِي البَابِ عَنْ سَعْدٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَأَنَسٍ، وَأَبِي أَيُّوبَ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ، وَسَهْلِ بْنِ حُنَيْفٍ وَجَابِرٍ: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯২২
আন্তর্জাতিক নং: ৩৯২২
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২২। কুতায়বা (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সামনে উহৃদ পাহাড় ভেসে উঠলে তিনি বললেন : এই পাহাড়টি আমাদের ভালবাসে আর আমরাও একে ভালবাসি। হে আল্লাহ্! ইবরাহীম (আ) মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছিলেন, আর আমি কালো পাথর বিশিষ্ট প্রস্তরের মধ্যবর্তী অঞ্চল মদীনাকে হারাম ঘোষণা করছি।
হাদীসটি হাসান-সহীহ।
হাদীসটি হাসান-সহীহ।
باب في فضل المدينة
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، ح وحَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ لَهُ أُحُدٌ، فَقَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَإِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيْهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯২৩
আন্তর্জাতিক নং: ৩৯২৩
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২৩। হুসায়ন ইব্ন হুরায়ছ (রাহঃ)... জারীর ইবন আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি লছেন : আল্লাহ্ তা'আলা আমাকে ওয়াহীর মাধ্যমে জানিয়েছেন যে, এই তিনটি নগরীর যেটিতেই তুমি অবতরণ করবে, সেটিই হবে তোমার হিজরাত স্থল : মাদীনা, বাহরায়ন, কিন্নসরীন।
হাদীসটি গারীব। ফযল ইব্ন মুসা (রাহঃ)-এর রিওয়ায়াত ব্যতীত এটি সম্পর্কে কিছু জানি না। এটির বর্ণনায় আবু আমির (রাহঃ) একক ৷
হাদীসটি গারীব। ফযল ইব্ন মুসা (রাহঃ)-এর রিওয়ায়াত ব্যতীত এটি সম্পর্কে কিছু জানি না। এটির বর্ণনায় আবু আমির (রাহঃ) একক ৷
باب في فضل المدينة
حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عِيسَى بْنِ عُبَيْدٍ، عَنْ غَيْلَانَ بْنِ عَبْدِ اللَّهِ العَامِرِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ: أَيَّ هَؤُلَاءِ الثَّلَاثَةِ نَزَلْتَ فَهِيَ دَارُ هِجْرَتِكَ: المَدِينَةَ، أَوِ البَحْرَيْنِ، أَوْ قِنَّسْرِينَ " [ص:722] هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الفَضْلِ بْنِ مُوسَى تفرد به ابو عامر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৯২৪
আন্তর্জাতিক নং: ৩৯২৪
পরিচ্ছেদ : মদীনা মুনাওয়ারার ফযীলত
৩৯২৪। মাহমুদ ইব্ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মদীনার বিপদ-আপদ এবং এর অভাব-অনটনের উপর ধৈর্য ধরে থাকবে, আমি কিয়ামত দিবসে আবশ্যই তার জন্য সুপারিশকারী এবং সাক্ষী হব।
এ বিষয়ে আবু সাঈদ, সুফিয়ান ইবন যুহায়র এবং সাবিয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
বর্ণনাকারী সালিহ ইব্ন আবু সালিহ (রাহঃ) হলেন সূহায়ল ইব্ন আবু সালিহ (রাহঃ)-এর ভাই ।
এ বিষয়ে আবু সাঈদ, সুফিয়ান ইবন যুহায়র এবং সাবিয়া আসলামিয়্যা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
হাদীসটি এ সূত্রে হাসান-গারীব।
বর্ণনাকারী সালিহ ইব্ন আবু সালিহ (রাহঃ) হলেন সূহায়ল ইব্ন আবু সালিহ (রাহঃ)-এর ভাই ।
باب في فضل المدينة
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ صَالِحِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَصْبِرُ عَلَى لَأْوَاءِ المَدِينَةِ وَشِدَّتِهَا أَحَدٌ إِلَّا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ القِيَامَةِ» وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ. وَصَالِحُ بْنُ أَبِي صَالِحٍ أَخُو سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ

তাহকীক:
তাহকীক চলমান