আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১২ টি
হাদীস নং: ৩৭৬৮
আন্তর্জাতিক নং: ৩৭৬৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হাসান ও হুসায়ন হল জান্নাতী যুবকদের সর্দার।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَنَاقِبِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الحَسَنُ وَالحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الجَنَّةِ» حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ، نَحْوَهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَابْنُ أَبِي نُعْمٍ هُوَ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الْبَجَلِيُّ الْكُوفِيُّ ويكنى أبا الحكم
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৭৬৯
আন্তর্জাতিক নং: ৩৭৬৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬৯। সুফইয়ান ইব্ন ওয়াকী' ও আব্দ ইব্ন হুমায়দ (রাহঃ)... উসামা ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে কোন এক প্রয়োজনে গেলাম। নবী (ﷺ) কোন একটি বস্তু পেঁচিয়ে ঘর থেকে বের হলেন। আমি বুঝতে পারলাম না বস্তুটি কি? আমার কাজ শেষ হওয়ার পর আমি তাঁকে বললামঃ আপনি এটা কি পেঁচিয়ে নিয়ে এসেছেন? তিনি তাঁর চাদর উন্মোচন করলেন। তখন তাঁর দুই উরূতে হাসান আর হুসায়ন (রাযিঃ) ছিলেন। তিনি বললেনঃ এরা দু'জন হলো আমার সন্তান ও আমার কন্যার সন্তান। হে আল্লাহ্! আমি এদের দু’জনকে ভালবাসি তুমি তাদের উভয়কে ভালবাস এবং যারা এ দু'জনকে ভালবাসে, তাদেরও তুমি ভালবাস।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ زَيْدِ بْنِ المُهَاجِرِ قَالَ: أَخْبَرَنِي مُسْلِمُ بْنُ أَبِي سَهْلٍ النَّبَّالُ قَالَ: أَخْبَرَنِي الحَسَنُ بْنُ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: طَرَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي بَعْضِ الحَاجَةِ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُشْتَمِلٌ عَلَى شَيْءٍ لَا أَدْرِي مَا هُوَ، فَلَمَّا فَرَغْتُ مِنْ حَاجَتِي. قُلْتُ: مَا هَذَا الَّذِي أَنْتَ مُشْتَمِلٌ عَلَيْهِ؟ فَكَشَفَهُ فَإِذَا حَسَنٌ وَحُسَيْنٌ عَلَى وَرِكَيْهِ، فَقَالَ: «هَذَانِ ابْنَايَ وَابْنَا ابْنَتِيَ، اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا وَأَحِبَّ مَنْ يُحِبُّهُمَا». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৭৭০
আন্তর্জাতিক নং: ৩৭৭০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭০। উকবা ইব্ন মুকরাম বসরী আম্মী (রাহঃ)... আব্দুর রহমান ইব্ন আবু নু'ম (রাহঃ) থেকে বর্ণিত যে, ইরাকবাসী এক ব্যক্তি ইবন উমার (রাযিঃ)-কে কাপড়ে মশার রক্ত লাগা সম্পর্কে ফতওয়া জিজ্ঞাসা করেছিল।
ইবন উমার (রাযিঃ) বললেনঃ এ লোকটিকে তোমরা লক্ষ্য কর, মশার রক্ত সম্পর্কে প্রশ্ন করছে অথচ এরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সন্তান (হুসায়ন)-কে হত্যা করেছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, হাসান-হুসায়ন হলেন দুনিয়ায় আমার দুইটি পুষ্প।
ইবন উমার (রাযিঃ) বললেনঃ এ লোকটিকে তোমরা লক্ষ্য কর, মশার রক্ত সম্পর্কে প্রশ্ন করছে অথচ এরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সন্তান (হুসায়ন)-কে হত্যা করেছে। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, হাসান-হুসায়ন হলেন দুনিয়ায় আমার দুইটি পুষ্প।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْبَصْرِيُّ الْعَمِّيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ العِرَاقِ سَأَلَ ابْنَ عُمَرَ عَنْ دَمِ البَعُوضِ يُصِيبُ الثَّوْبَ، فَقَالَ ابْنُ عُمَرَ: انْظُرُوا إِلَى هَذَا يَسْأَلُ عَنْ دَمِ البَعُوضِ وَقَدْ قَتَلُوا ابْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الحَسَنَ وَالحُسَيْنَ هُمَا رَيْحَانَتَايَ مِنَ الدُّنْيَا»: «هَذَا حَدِيثٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ شُعْبَةُ، وَمَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَعْقُوبَ، وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
তাহকীক:
হাদীস নং: ৩৭৭১
আন্তর্জাতিক নং: ৩৭৭১
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭১। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... সালমা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি একবার উন্মু সালামা (রাযিঃ)-এর কাছে গেলাম । তিনি কাঁদছিলেন। আমি বললামঃ কাঁদছেন কেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে স্বপ্নে দেখলাম। তাঁর মাথা ও দাড়ি ধূলি মলিন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। কি হয়েছে আপনার? তিনি বললেনঃ এইমাত্র দেখে এলাম হুসায়নকে হত্যা করা হয়েছে।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ قَالَ: حَدَّثَنَا رَزِينٌ، قَالَ: حَدَّثَتْنِي سَلْمَى، قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ، وَهِيَ تَبْكِي، فَقُلْتُ: مَا يُبْكِيكِ؟ قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَعْنِي فِي المَنَامِ، وَعَلَى رَأْسِهِ وَلِحْيَتِهِ التُّرَابُ، فَقُلْتُ: مَا لَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «شَهِدْتُ قَتْلَ الحُسَيْنِ آنِفًا» هَذَا حَدِيثٌ غَرِيبٌ
তাহকীক:
হাদীস নং: ৩৭৭২
আন্তর্জাতিক নং: ৩৭৭২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭২। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার আহলে বায়ত (পরিবারের)-এর মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে?
তিনি বললেন : হাসান ও হুসায়ন।
আনাস (রাযিঃ) বলেনঃ তিনি ফাতিমা (রাযিঃ)-কে বলতেন, আমার দু'সন্তানকে ডাক। এরপর তিনি তাদের উভয়কে নাকে শুঁকতেন ও বুকে চেপে ধরতেন।
তিনি বললেন : হাসান ও হুসায়ন।
আনাস (রাযিঃ) বলেনঃ তিনি ফাতিমা (রাযিঃ)-কে বলতেন, আমার দু'সন্তানকে ডাক। এরপর তিনি তাদের উভয়কে নাকে শুঁকতেন ও বুকে চেপে ধরতেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنِي يُوسُفُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ أَهْلِ بَيْتِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «الحَسَنُ وَالحُسَيْنُ». وَكَانَ يَقُولُ لِفَاطِمَةَ «ادْعِي لِيَ ابْنَيَّ»، فَيَشُمُّهُمَا وَيَضُمُّهُمَا إِلَيْهِ «هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ أَنَسٍ»
তাহকীক:
হাদীস নং: ৩৭৭৩
আন্তর্জাতিক নং: ৩৭৭৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৩। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) একদিন মিম্বরে আরোহণ করলেন এবং বললেনঃ আমার এই পুত্র (হাসান ইব্ন আলী) হলেন সর্দার। তার হাতে আল্লাহ্ তা'আলা (বিবাদমান) দুই দলের মাঝে সন্ধি স্থাপন করাবেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا الْأَنْصَارِيُّ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا الْأَشْعَثُ هُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المِنْبَرَ فَقَالَ: «إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ يُصْلِحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. يَعْنِي: الحَسَنَ بْنَ عَلِيٍّ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৭৭৪
আন্তর্জাতিক নং: ৩৭৭৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৪। হুসায়ন ইবন হুরায়ছ (রাহঃ)... আব্দুল্লাহ ইবন বুরায়দা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আমার পিতা বুরায়দা (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) র খুতবা দিচ্ছিলেন এমন সময় হাসান ও হুসায়ন আসলেন। তাঁদের গায়ে ছিল লাল দুটো জামা। তারা হ্যাঁটছিলেন আবার পড়ে যাচ্ছিলেন।
রাসূলুল্লাহ (ﷺ) মিম্বর থেকে নেমে এলেন এবং তাদের দু'জনকে উঠিয়ে নিয়ে সামনে বসালেন। পরে বললেন : আল্লাহ্ তা'আলা সত্যই বলেছেন যে, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ (সূরা তাগাবুন ৬৪ : ১৫)। এই দুইটি শিশু হেঁটে আসছিল আর পড়ে যাচ্ছিল দেখে আর স্থির থাকতে পারলাম না। এমনকি কথা বন্ধ করেও এদেরকে তুলে নিলাম।
রাসূলুল্লাহ (ﷺ) মিম্বর থেকে নেমে এলেন এবং তাদের দু'জনকে উঠিয়ে নিয়ে সামনে বসালেন। পরে বললেন : আল্লাহ্ তা'আলা সত্যই বলেছেন যে, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ (সূরা তাগাবুন ৬৪ : ১৫)। এই দুইটি শিশু হেঁটে আসছিল আর পড়ে যাচ্ছিল দেখে আর স্থির থাকতে পারলাম না। এমনকি কথা বন্ধ করেও এদেরকে তুলে নিলাম।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُسَيْنِ بْنِ وَاقِدٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي بُرَيْدَةَ، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُنَا إِذْ جَاءَ الحَسَنُ وَالحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ المِنْبَرِ فَحَمَلَهُمَا وَوَضَعَهُمَا بَيْنَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: " صَدَقَ اللَّهُ {إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ} [التغابن: 15] نَظَرْتُ إِلَى هَذَيْنِ الصَّبِيَّيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فَلَمْ أَصْبِرْ حَتَّى قَطَعْتُ حَدِيثِي وَرَفَعْتُهُمَا «.» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৭৭৫
আন্তর্জাতিক নং: ৩৭৭৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৫। হাসান ইবন আরাফা (রাহঃ)... ইয়া'লা ইবন মুররা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) নাম বলেছেনঃ হুসায়ন আমার আর আমি হুসায়নের। হুসায়নকে যে ভালবাসবে, আল্লাহ্ তাকে ভালবাসবেন। হুসায়ন তো হল সন্তান-সন্ততিদের একজন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَرَفَةَ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ رَاشِدٍ، عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ، أَحَبَّ [ص:659] اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا، حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَإِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ». وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৭৭৬
আন্তর্জাতিক নং: ৩৭৭৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৬। মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আহলে বায়তের মাঝে হুসায়ন ইবন আলী (রাযিঃ) অপেক্ষা রাসূলুল্লাহ (ﷺ) অধিক সদৃশ আর কেউ নেই।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمْ يَكُنْ أَحَدٌ مِنْهُمْ أَشْبَهَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْحَسَنِ بْنِ عَلِيٍّ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
তাহকীক:
হাদীস নং: ৩৭৭৭
আন্তর্জাতিক নং: ৩৭৭৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৭। মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল (স) কে দেখেছি। হাসান ইবনে আলী (রাযিঃ) ছিলেন তার সদৃশ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ الحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَابْنِ عَبَّاسٍ، وَابْنِ الزُّبَيْرِ
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৭৭৮
আন্তর্জাতিক নং: ৩৭৭৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৮। খাল্লাদ ইবন আসলাম বাগদাদী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) বর্ণিত, তিনি বলেনঃ আমি কূফার আমির ইবন যিয়াদের কাছে ছিলাম। এমন সময় হুসায়ন (রাযিঃ)-এর (কর্তিত) মাথা সেখানে নিয়ে আসা হল। ইবন যিয়াদ একটি খেজুরের ডাল দিয়ে তাঁর নাকে ইশারা করে বললঃ এর সৌন্দর্যের এত আলোচনা কেন। এর মত সুন্দর বুঝি আর দেখিনি।
আনাস (রাযিঃ) বলেন, আমি বললাম সাবধান! তিনিই ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
আনাস (রাযিঃ) বলেন, আমি বললাম সাবধান! তিনিই ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، قَالَتْ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ زِيَادٍ فَجِيءَ بِرَأْسِ الحُسَيْنِ فَجَعَلَ يَقُولُ بِقَضِيبٍ فِي أَنْفِهِ وَيَقُولُ: «مَا رَأَيْتُ مِثْلَ هَذَا حُسْنًا، لِمَ يُذْكَرُ؟» قَالَ: قُلْتُ: «أَمَا إِنَّهُ كَانَ مِنْ أَشْبَهِهِمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৭৭৯
আন্তর্জাতিক নং: ৩৭৭৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৯। আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বুক থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ)-এর সর্বাধিক সাদৃশ্যপূর্ণ হল হাসান আর এর নীচের অংশের ক্ষেত্রে হুসায়ন হল তাঁর অধিক সাদৃশ্যপূর্ণ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ هَانِئِ بْنِ هَانِئٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «الحَسَنُ أَشْبَهُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ الصَّدْرِ إِلَى الرَّأْسِ، وَالْحُسَيْنُ أَشْبَهُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كَانَ أَسْفَلَ مِنْ ذَلِكَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
তাহকীক: