আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৮০
আন্তর্জাতিক নং: ৩৭৮০
হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৮০। ওয়াসিল ইব্ন আব্দুল আ'লা (রাহঃ)... উমারা ইবন উমায়র (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উবায়দুল্লাহ ইবন যিয়াদ ও তার সঙ্গীদের মাথা কেটে এনে কুফার ময়দানে অবস্থিত মসজিদে একটার উপর একটা রাখা হল । আমিও দর্শকদের মধ্যে সেখানে গেলাম। হঠাৎ লোকেরা বলতে লাগলঃ এসে গেছে, এসে গেছে। দেখি একটি সাপ এসে মাথাগুলোর মাঝে ঢুকে গেল এবং উবায়দুল্লাহ্ ইবন যিয়াদ-এর নাক দিয়ে ঢুকে সেখানে কিছুক্ষণ রইল এবং পরে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর আবার লোকেরা বলতে লাগল এসে গেছে, এসে গেছে। সাপটি এসে আগের মতই আচরণ করল। এইভাবে দুইবার কি তিনবার করল।
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، قَالَ: " لَمَّا جِيءَ بِرَأْسِ عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ وَأَصْحَابِهِ نُضِّدَتْ فِي المَسْجِدِ فِي الرَّحَبَةِ فَانْتَهَيْتُ إِلَيْهِمْ وَهُمْ يَقُولُونَ: قَدْ جَاءَتْ قَدْ جَاءَتْ، فَإِذَا حَيَّةٌ قَدْ جَاءَتْ تَخَلَّلُ الرُّءُوسَ حَتَّى دَخَلَتْ فِي مَنْخَرَيْ عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ فَمَكَثَتْ هُنَيْهَةً، ثُمَّ خَرَجَتْ فَذَهَبَتْ حَتَّى تَغَيَّبَتْ. ثُمَّ قَالُوا: قَدْ جَاءَتْ، قَدْ جَاءَتْ، فَفَعَلَتْ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»

তাহকীক:
তাহকীক চলমান