মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৩ টি
হাদীস নং: ২১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২১. খালিদ ইবনে 'আবদুল্লাহ (র) থেকে বর্ণিত। তিনি তার দাদা আসাদ ইবনে কুরযকে বলতে শুনেছেন, তিনি নবী করিম (ﷺ) কে বলতে শুনেছেন, অসুস্থ ব্যক্তির গুনাহসমূহ এমনভাবে মাফ করে দেয়া হয়, যেভাবে বৃক্ষাদির পাতা ঝরে যায়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن خالد بن عبد الله من جده أسد بن كرز سمع النبي صلى الله عليه وسلم يقول المريض تحات (2) خطاياه كما يحات ورق الشجر
তাহকীক:
হাদীস নং: ২২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২২. মু'য়াবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, কোন কারণে কোন মুসলমানের উপর যদি কোন বিপদ আপতিত হয়, তবে তার বিনিময়ে আল্লাহ্ তার গুনাহগুলো মাফ করে দেন। (হাকিম, তাবারানী)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن معاوية قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من شيء يصيب المؤمن في جسده يؤذيه (5) الا كفر الله به من سيئاته
তাহকীক:
হাদীস নং: ২৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৩. আবুল আশ'আছ আস-সানায়ী (রা) থেকে বর্ণিত। তিনি খুব সকালে দামিশকের মসজিদে গমন করেন এবং সেখানে তার সাথে সাদ্দাদ ইবনে আউস ও সানাবেহীর সাথে তার সাক্ষাৎ হয়। তখন আমি বললাম, আপনারা কোথায় যাওয়ার ইচ্ছে করেছেন? আল্লাহ্ আপনাদের উপর রহম করুন। তারা বললেন, এখানে আমাদের একজন ভাই অসুস্থ, তার সেবা করার জন্য যাচ্ছি। আমি তাদের দু'জনের সাথে চললাম এবং শেষ পর্যন্ত তারা দুজন সে ব্যক্তির নিকট পৌছলো, তারা তাকে বলল, আপিন কেমন আছেন? তিনি বললেন, আল্লাহর অনুগ্রহে ভাল আছি, তখন সাদ্দাদ তাকে বললেন, এর বিনিময়ে তোমাকে গুনাহের কাফফারা ও পাপসমূহের মাফের সুসংবাদ দিচ্ছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ্ তা'আলা বলেন, আমার কোন মুমিন বান্দাকে যখন পরীক্ষা করা হয়, আর সে যদি তখন ধৈর্য অবলম্বনের সাথে আমার প্রশংসা করে, তাহলে সে তার শয্যা থেকে এমনভাবে উঠবে, যেভাবে মায়ের গর্ত থেকে সন্তান ভূমিষ্ট হলে তার কোন গুনাহ থাকে না, (অর্থাৎ রোগের কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।) আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে আটকে রেখেছি এবং তাকে পরীক্ষায় ফেলেছি (অর্থাৎ রোগের কারণে সে আমল থেকে বিরত ছিল), সুতরাং তোমরা তার পুরস্কার লিখ, যেভাবে পূর্বে তোমরা সুস্থ অবস্থায় তার পুরস্কার লিখতে।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن أبي الأشعث الصنعاني أنه راح إلى مسجد دمشق وهجر (7) بالرواح فلقى شداد بن أوس رضي الله عنه والصنابحى معه فقلت أين تريدان يرحكما الله؟ قالا نريد هاهنا إلى أخ لنا مريض نعوده فانطلقت معهما حتى دخلا على ذلك الرجل فقالا له كيف اصبحت؟ قال اصبحت بنعمة فقال له شداد أبشر بكفارات السيئات وحط الخطايا فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يقول إذا ابتليت عبدا من عبادي مؤمنا فحمدني على ما ابتليته (8) فإنه يقوم من مضجعه كيوم ولدته أمه من الخطايا (9) ويقول الرب عز وجل أنا قيدت عبدي وابتليته (10) وأجروا له كما كنتم تجرون له وهو صحيح
তাহকীক:
হাদীস নং: ২৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৪. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর চেয়ে রোগ যাতনা বেশী ভোগ করতে আর কাউকে দেখিনি।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن عائشة رضي الله عنها قالت ما رأيت الوجع على أحد أشد منه على رسول الله صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ২৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৫. মুহাম্মদ ইবন খালিদ (র) থেকে বর্ণিত। তিনি তার পিতা, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, তার দাদার একজন বন্ধু ছিল। সে তার এক ভাইয়ের সাথে দেখা করার জন্য বের হলো। পথিমধ্যে কে তার কষ্টের কথা শুনতে পেল। এরপর সে তার নিকট প্রবেশ করে বললো, আমি তোমার যিয়ারত, সেবা ও সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সে বললো, তুমি একসাথে তিনটি কাজের চিন্তা কিভাবে করলে? সে উত্তর দিল, আমি তোমার যিয়ারতের উদ্দ্যেশে বের হয়েছিলাম। পথিমধ্যে তোমার কষ্টের কথা শুনে তোমার সেবা করার এবং তোমাকে একটি সুসংবাদ দেওয়ার চিন্তা করলাম, যা আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি। তিনি বলেন, আল্লাহ্ যদি কোন ব্যক্তিকে কিয়ামতের দিন উচ্চ মর্যাদা দিতে চান, আর সেটা যদি তার আমলের স্বল্পতার কারণে পূর্ণ না হয়, তাহলে আল্লাহ্ শারীরিক অথবা
ধন-সম্পদ অথবা সন্তান-সন্ততির বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, অবশেষে সে যদি বিপদে ধৈর্যধারণ করে, তাহলে আল্লাহ্ তাকে পূর্বের মর্যাদা ফিরিয়ে দেন।
ধন-সম্পদ অথবা সন্তান-সন্ততির বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন, অবশেষে সে যদি বিপদে ধৈর্যধারণ করে, তাহলে আল্লাহ্ তাকে পূর্বের মর্যাদা ফিরিয়ে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
عن محمد بن خالد عن أبيه عن جده وكان لجده صحبة أنه خرج زائرا لرجل من أخوانه (2) فبلغه بشكائه قال فدخل عليه فقال أتيتك زائرا عائدا (3) ومبشرا قال كيف جمعت هذا كله؟ قال خرجت وأنا أريد زيارتك فبلغني شكاتك فكانت عيادة وابشرك بشيء سمعته من رسول الله صلى الله عليه وسلم قال إذا سبقت للعبد من الله منزلة لم يبلغها بعمله (4) ابتلاه الله في جسده أو في ماله أو في ولده ثم صبره (5) حتى يبلغه المنزلة التي سبقت له منه
তাহকীক:
হাদীস নং: ২৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ। সাধারণভাবে মানুষের শরীরের যে কোন অংগে রোগের সময় ধৈর্য অবলম্বন করার প্রতি উৎসাহ প্রদান ও তার মর্যাদা
২৬. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বললো, আমরা যে সমস্ত রোগে আক্রান্ত হই, এতে কি আমাদের কোন কল্যাণ হয়? তিনি বললেন, এতে গুনাহসমূহ দুর করা হয়। তখন উবাই 'ইবনে কা'ব আনসারী (রা) বললেন, যদি সামান্য পরিমাণ হয়, তাহলেও? রাসূল (ﷺ) বললেন, যদি একটি কাঁটাবিদ্ধ হওয়ার ব্যথা কিংবা তার চেয়েও কঠিন কোন কষ্ট পাও। তখন উবাই নিজের জন্য এরূপ দু'আ করেন, জ্বর হয়ে তার মৃত্যু হলেও তিনি হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ করা জামায়াতের সাথে সালাত আদায় করা থেকে বিরত থাকবেন না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على المرض مطلقا في أي عضو وكان من الانسان وفضله
حدثنا يحيى عن سعد بن اسحاق (8) قال حدثتني زينب ابنة كعب بن عجرة عن أبي سعيد الخدري قال قال رجل لرسول الله صلى الله عليه وسلم أرأيت هذه الأمراض التي تصيبنا ما لنا (9) بها قال كفارات قال أبي (10) وان قلت؟ قال وان شوكة فما فوقها قال فدعا أبي على نفسه أن لا يفارقه الوعك (11) حتى يموت في أن لا يشغله عن حج ولا عمرة ولا جهاد في سبيل الله ولا صلاة مكتوبة في جماعة فما مسه إنسان إلا وجد حره حتى مات
তাহকীক:
হাদীস নং: ২৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ নির্দিষ্ট রোগের উপর ধৈর্য অবলম্বনের প্রতি উৎসাহ প্রদান সংক্রান্ত
পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
২৭. উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, আপনার উম্মে মালদাম কখন শুরু হয়েছে? (উম্মে মালদাম হলো- জ্বরের কুনিয়াত) আর জ্বর হলো গোস্ত ও চামড়ার মধ্যখানের উষ্ণতা। লোকটি বললো, এ ধরনের জ্বর আমাকে কখনও আক্রান্ত করেনি।
তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মু'মিনের উদাহরণ হলো, যেন শস্যক্ষেতের কোমল চারাগাছ কখনও লাল, আবার কখনও হলুদ হয়, অর্থাৎ মু'মিন এক অবস্থায় থাকে না, বরং একবার রোগাক্রান্ত হয়, আবার সুস্থ হয়।
তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মু'মিনের উদাহরণ হলো, যেন শস্যক্ষেতের কোমল চারাগাছ কখনও লাল, আবার কখনও হলুদ হয়, অর্থাৎ মু'মিন এক অবস্থায় থাকে না, বরং একবার রোগাক্রান্ত হয়, আবার সুস্থ হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
أبواب الترغيب في الصبر على أمراض معينة
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن أبي بن كعب أنه دخل رجل على النبي صلى الله عليه وسلم فقال متى عهدك بأم ملدم (1) وهو حر بين الجلد واللحم؟ قال ان ذلك لوجع ما أصابني قط قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن مثل الخامة (2) تحمر مرة وتصفر أخرى
তাহকীক:
হাদীস নং: ২৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
২৮. সাহল ইবন মু'য়ায (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। আবু দারদা (রা) থেকে বর্ণিত, মু'য়ায ইবনে আনাস আবু দারদার অসুস্থতার কথা শুনে তার সেবা যত্নের জন্য আসেন। তখন আবু দারদা (রা) কে সালাম দিয়ে বললেন, আমি সুস্থতা চাই অসুস্থতা নয়। একথা তিনি তিনবার বললেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। মুসলমান কোন ব্যক্তির জ্বর মাথা ব্যথাতে আক্রান্ত হলে ওহোদ পাহাড় পরিমাণ গুনাহ, এমনকি শস্য পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তা মাফ করে দেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن سهل بن معاذ عن أبيه عن ابي الدرداء أنه أتاه عائدا (5) فقال أبو الدرداء لأبي بعد أن سلم عليه بالصحة لا بالوجع ثلاث مرات يقول ذلك (6) ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما يزال المرء المسلم به المليلة (7) والصداع وأن عليه من الخطايا لأعظم من أحد (8) حتى يتركه وما عليه من الخطايا مثقال حبة من خردل
তাহকীক:
হাদীস নং: ২৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
২৯. আবু উমামা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, জ্বর হলো জাহান্নামের কামারের হাপর। যে মুমিন জ্বরে আক্রান্ত হয়, সে জাহান্নামের একটি অংশে আক্রান্ত হয়। (অর্থাৎ সে গুনাহ থেকে পবিত্র হয় এবং জাহান্নামের আগুনের কথা স্মরণ করে তওবা করার সুযোগ পায়।)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال الحمى من كير جهنم فما أصاب المؤمن منها كان حظه من النار
তাহকীক:
হাদীস নং: ৩০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
৩০. আবু সালিহ আল-আশায়ারী (রা) থেকে বর্ণিত। আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তখন তাঁর সাথে আবু হুরায়রা (রা)ও ছিলেন। সে ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি যে, আল্লাহ তা'আলা বলেন, আমি আমার আগুনকে দুনিয়াতে আমার মুমিন বান্দার উপর চাপিয়ে দেই, যাতে এটা তার জন্য পরকালের অংশ হয়ে যায়। অর্থাৎ সে গুনাহ থেকে পবিত্র হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن أبي صالح الأشعري عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه عاد مريضا ومعه أبو هريرة من وعك (أي حمى) كان به فقال له رسول الله صلى الله عليه وسلم ابشر أن الله عز وجل يقول ناري أسلطها على عبدي المؤمن في الدنيا لتكون حظه من النار في الآخرة
তাহকীক:
হাদীস নং: ৩১
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: জ্বর ও মাথা ব্যথার সময় ধৈর্যধারণের প্রতি উৎসাহ প্রদান
৩১. জাবির ইবন 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 'হুম্মা' (জ্বর) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রবেশের অনুমতি চাইল। রাসূল (ﷺ) বললেন, সে কে? বললেন, 'উম্মে মালদাম (এটা জ্বরের নাম।) বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে কোবাবাসীদের নিকট যাওয়ার নির্দেশ দিলেন। তারপর কোবাবাসীরা এমনভাবে জ্বরে আক্রান্ত হলো, যা শুধু আল্লাহই অবগত। এরপর কোবাবাসীরা এসে তাদের কষ্টের কথা রাসূল (ﷺ) কে বললো। তখন রাসূল (ﷺ) বললেন, তোমরা কি চাও? তোমরা যদি চাও আল্লাহ্ তোমাদের কষ্ট দুর করে দেন, তাহলে আমি আল্লাহর নিকট তোমাদের জন্য দু'আ করব। তারা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি এ কাজ করবেন? তিনি বললেন, হ্যাঁ। তারা বললো, তাহলে আমাদেরকে জ্বর অবস্থায় ছেড়ে দিন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبرعلى مرض الحمى والصداع
عن جابر بن عبد الله قال استأذنت الحمى على النبي صلى الله عليه وسلم فقال من هذه؟ فقالت أم ملدم قال فأمر بها إلى أهل قباء فلقوا منها ما يعلم الله فأتوه فشكوا ذلك إليه فقال ما شئتم إن شئتم أن ادعو الله لكم فيكشفها عنكم وان شئتم ان تكون لكم طهورا قالوا يا رسول الله أو تفعل؟ قال نعم قالوا فدعها
তাহকীক:
হাদীস নং: ৩২
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মৃগী রোগের উপর ধৈর্যধারণ ও এর পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩২. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা জনৈকা মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আগমন করে, তার মধ্যে পাগলের লক্ষণ ছিল। অতঃপর সে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আল্লাহর নিকট আমার রোগ মুক্তির দোয়া করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি যদি চাও, আমি আল্লাহর নিকট তোমার রোগ মুক্তির জন্য দু'আ করবো। আর যদি তুমি চাও, তাহলে ধৈর্যধারণ করব। তাহলে তোমার হিসাব গ্রহণ করা হবে না। সে বললো, তাহলে আমি সবর করবো, যাতে আমার হিসাব নেওয়া না হয়।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على مرض الصرع وثواب ذلك
عن أبي هريرة قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم بها لمم (4) فقالت يا رسول الله ادع الله أن يشفيني قال إن شئت دعوت الله أن يشفيك وان شئت فاصبري ولا حساب عليك؟ قالت بل أصبر ولا حساب علي
তাহকীক:
হাদীস নং: ৩৩
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: মৃগী রোগের উপর ধৈর্যধারণ ও এর পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৩. 'আতা ইবন আবু রাবাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেছেন, একদা ইবন 'আব্বাস (রা) আমাকে বলেন, আমি কি তোমাকে একজন বেহশতী মহিলা দেখাবো? আমি জবাব দিলাম, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেন, সে হলো- এ কৃষ্ণকায় মহিলাটি। সে নবী (ﷺ)-এর নিকট এসে বললো, এসে বললো, আমি মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকি। তাতে আমার সতর খুলে যায়। আপনি আমার জন্য আল্লাহর নিকট দু'আ করুন। তখন নবী (ﷺ) বললেন, তুমি যদি সবর করতে চাও, তবে এর বিনিময়ে তোমার জন্য বেহেশত রয়েছে। আর তুমি চাইলে আমি তোমার জন্য দু'আ করতে পারি, যাতে আল্লাহ তোমার এ রোগ নিরাময় করে দেন। তখন মহিলা বললো, আমি সবর করবো। তারপরও আপনি আল্লাহর নিকট দু'আ করুন, যাতে আমার সতর খুলে না যায়। তখন নবী করিম (ﷺ) তার জন্য দু'আ করেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على مرض الصرع وثواب ذلك
عن عطاء بن أبي رباح قال قال لي ابن عباس ألا أريك امرأة من أهل الجنة؟ قال قلت بلى قال هذه السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت إني أصرع واتكشف فادع الله لي قال إن شئت صبرت ولك الجنة وان شئت دعوت الله لك ان يعافيك قالت بل اصبر فادع الله أن لا انكشف أو لا ينكشف عني قال فدعا لها
তাহকীক:
হাদীস নং: ৩৪
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৪. যায়েদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি চক্ষু প্রদাহে আক্রান্ত হয়েছিলাম। তখন নবী করিম (ﷺ) আমার চিকিৎসা করেন। তিনি বলেন, আমি যখন রোগ থেকে নিষ্কৃতি পেয়ে বের হয়ে যাচ্ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি যদি তোমার চোখ দুটি হারিয়ে ফেলতে তবে তুমি কি তা সৃষ্টি করতে পারতে? তখন আমি বললাম, যদি আমার চোখ দুটি হারিয়ে যেতো (বা নষ্ট হয়ে যেতো), তাহলে আমি ধৈর্যধারণ করতাম এবং ছওয়াবের আশা করতাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তোমার চোখ দুটি নষ্ট হয়ে যেতো, আর তুমি যদি ছওয়ারের আশায় সবর করতে, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ কালে (অর্থাৎ কিয়ামতের দিন) তোমার কোন গুনাহ থাকতো না। ইসমাঈল (রা) বলেন, আর তুমি ছওয়াবের আশায় সবর করলে অবশ্যই আল্লাহ্ তোমার জন্য জান্নাত ওয়াজিব করতেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن زيد بن أرقم قال أصابني رمد فعادني النبي صلى الله عليه وسمل قال فلما برأت خرجت قال فقال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو كانت عيناك لما بهما (7) ما كنت صانعا؟ قال قلت لو كانتا عيناي لما بهما صبرت واحتسبت قال لو كانت عيناك لما بهما ثم صبرت واحتسبت للقيت الله عز وجل ولا ذنب لك قال اسماعيل (8) ثم صبرت واحتسبت إلا أوجب الله تعالى لك الجنة
তাহকীক:
হাদীস নং: ৩৫
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৫. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যায়েদ ইবনে আরকাম (রা)-এর সেবা করার জন্য প্রবেশ করলাম। তিনি তখন চোখের রোগে আক্রান্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) যায়েদকে বললেন, যদি তোমার চোখ নষ্ট হতো.....অনুরূপ হাদীস উল্লেখ করলেন।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أنس بن مالك قال دخلت مع النبي صلى الله عليه وسلم تعود زيد ابن أرقم وهو يشتكي عينيه فقال له يا زيد لو كان بصرك لما به فذكر مثله
তাহকীক:
হাদীস নং: ৩৬
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৬. আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, আমি যার দুটি চোখ ছিনিয়ে নিয়েছি, সে যদি তাতে সবর করে ও সন্তুষ্ট থাকে তবে তার পরিবর্তে সে জান্নাতে পুরষ্কার পাবে।
(বুখারী, তিরমিযি)
(বুখারী, তিরমিযি)
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال قال ربكم عز وجل من اذهبت كريمتيه (3) ثم صبر واحتسب (4) كان ثوابه الجنة
তাহকীক:
হাদীস নং: ৩৭
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৭. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ বলেন, হে বনি আদম! আমি যখন কোন বান্দার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেই, তাতে প্রথম মছিবতের সময় সে ধৈর্যধারণ ও সন্তুষ্ট থাকে, এর বিনিময়ে আমি তাকে জান্নাত ছাড়া অন্য কিছু দিয়ে সন্তুষ্ট হবো না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ياابن آدم إذا أخذت كريمتيك فصبرت واحتسبت عند الصدمة الأولى (7) لم أرض لك بثواب دون الجنة
তাহকীক:
হাদীস নং: ৩৮
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৮. 'আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট এটা গ্রহণযোগ্য নয় যে, কোন মুসলমানের দুটি অঙ্গ নিয়ে নিবেন, তারপরও সে জাহান্নামে প্রবেশ করবে। ইউনুস (রা) বলেন, সেটা হলো- দুচোখ।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن عائشة بنت قدامة قالت قال رسول الله صلى الله عليه وسلم عزيز على الله عز وجل (9) ان يأخذ كريمتي مسلم ثم يدخله النار قال يونس (10) يعني عينيه
তাহকীক:
হাদীস নং: ৩৯
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দু'চোখ হারানোর উপর ধৈর্য ধারণ ও তার পুরস্কারের প্রতি উৎসাহ প্রদান
৩৯. আবু হুরায়রা (রা) সূত্রে মারফু হিসেবে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ্ বলেছেন, আমি যার দু'টি চোখ ছিনিয়ে নিয়েছি, আর সে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে মনে করে, ধৈর্যধারণ করে এবং ছাওয়াবের আশা করে, আমি তাকে জান্নাত ছাড়া অন্য কিছু দিয়ে সন্তুষ্ট হবো না।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب الترغيب في الصبر على فقد للعينين وثواب ذلك
عن أبي هريرة رفعه إلى النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل من أذهبت عينيه فصبر واحتسب لم أرض له بثواب دون الجنة
তাহকীক:
হাদীস নং: ৪০
ধৈর্য ও এর প্রতি উৎসাহ প্রদান এবং ধৈর্য অবলম্বনকারীর জন্য আল্লাহ্ বিরাট পুরস্কার ও গুরুত্বপূর্ণ মর্যাদা তৈরি করে রেখেছেন
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: রোগের কারণে যে ব্যক্তি উত্তম আমল থেকে বঞ্চিত হয়, তার আমলের পুরস্কার লেখা হবে
৪০. 'আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, মানুষের মধ্যে যখন কেউ রোগে বা বিপদে আক্রান্ত হয়, তখন আল্লাহ তা'আলা তাঁর সংরক্ষণকারী ফেরেশতাকে বলেন, আমার বান্দার রাতদিনের ভাল আমল এবং রোগের কারণে সে যা করতে পারেনি, সবকিছু লিখে রাখ।
كتاب الصبر والترغيب فيه وما أعده الله لصاحبه من الأجر العظيم والفضل الجسيم
باب من حبسه المرض عن عمل الخير يكتب له ثواب العامل
عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال ما أحد من الناس يصاب ببلاء في جسده إلا أمر الله عز وجل الملائكة الذين يحفظونه فقال اكتبوا لعبدي كل يوم وليلة ما كان يعمل من خير ما كان في وثاقي
তাহকীক: