রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

رياض الصالحين من كلام سيد المرسلين

৭. রোগীর শুশ্রূষা ও মাইয়্যেতের প্রতি কর্তব্য - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৬২ টি

হাদীস নং: ৯৫৩
রোগীর শুশ্রূষা ও মাইয়্যেতের প্রতি কর্তব্য
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:২১ যার শিশুসন্তান মারা যায় তার মর্যাদা
সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণকারী মায়ের পুরস্কার
হাদীছ নং: ৯৫৩

হযরত আবূ সা'ঈদ খুদরী রাযি. বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! পুরুষগণ আপনার বক্তব্য নিয়ে যায়। আপনি আমাদের জন্য একটা দিন ধার্য করুন, যেদিন আমরা আপনার কাছে আসব। আপনি আমাদেরকে শেখাবেন, যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন। তিনি বললেন, তোমরা অমুক অমুক দিন একত্র হও। তারা একত্র হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। তিনি তাদেরকে ওইসব বিষয় থেকে শিক্ষা দিলেন, যা আল্লাহ তাকে শিখিয়েছেন। তারপর তিনি বললেন, তোমাদের মধ্যে যে-কোনও নারীর জীবদ্দশায় তার তিনটি সন্তান মারা যায়, তারই জন্য সে সন্তানেরা জাহান্নামের অন্তরায় হবে। এক মহিলা বলে উঠল, দু'টি সন্তান হলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দু'টি হলেও। -বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ১২৫১; সহীহ মুসলিম: ২৬৩৩; নাসাঈ, আস সুনানুল কুবরা: ৫৮৬৬; মুসনাদু ইবনিল জা'দ : ৬০৮; মুসান্নাফে ইবন আবী শায়বা: ১১৮৭৬বায়হাকী, আস সুনানুল কুবরা: ৭১৩৬)
كتاب عيادة المريض وتشييع الميت والصلاة عليه وحضور دفنه والمكث عند قبره بعد دفنه
باب فضل من مات لَهُ أولاد صغار
953 - وعن أَبي سعيد الخدري - رضي الله عنه - قَالَ: جَاءتِ امْرأةٌ إِلَى رسولِ الله - صلى الله عليه وسلم - فَقَالَتْ: يَا رسولَ الله، ذَهبَ الرِّجَالُ بِحَدِيثكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللهُ، قَالَ: «اجْتَمِعْنَ يَوْمَ كَذَا وَكَذَا» فَاجْتَمَعْنَ، فَأَتَاهُنَّ النبيُّ - صلى الله عليه وسلم [ص:286] فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللهُ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُنَّ مِنِ امْرَأةٍ تُقَدِّمُ ثَلاَثَةً مِنَ الوَلَدِ إِلاَّ كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فقالتِ امْرَأةٌ: وَاثْنَينِ؟ فَقَالَ رسولُ الله - صلى الله عليه وسلم: «وَاثْنَيْنِ». متفقٌ عَلَيْهِ. (1)
হাদীস নং: ৯৫৪
রোগীর শুশ্রূষা ও মাইয়্যেতের প্রতি কর্তব্য
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ:২২ জালেমদের কবর ও তাদের ধ্বংসস্থলের কাছ দিয়ে অতিক্রমকালে ভীত হওয়া ও ক্রন্দন করা, আল্লাহ তা'আলার সমীপে দীনতা প্রকাশ করা এবং এ বিষয়ে উদাসীন থাকা সম্পর্কে সতর্কবাণী
হাদীছ নং: ৯৫৪

হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছামূদ জাতির বাসস্থান 'হিজর'-এ পৌঁছলেন, তখন সাহাবীদের বললেন, তোমরা এই শাস্তিপ্রাপ্তদের এলাকায় ক্রন্দনরত না হয়ে প্রবেশ করো না। যদি তোমরা কান্না করতে না পার, তবে তাদের অঞ্চলে প্রবেশ করো না, পাছে তাদেরকে যে আযাব আক্রান্ত করেছিল তা তোমাদেরও আক্রান্ত করে। -বুখারী ও মুসলিম
(সহীহ বুখারী: ৪৩৩, ৩৩৮০; সহীহ মুসলিম: ২৯৮০; নাসাঈ, আস সুনানুল কুবরা: ১১২০৬, ১১২১০; মুসান্নাফে আব্দুর রাযযাক: ১৬২৪, ১৬২৫; মুসনাদুল হুমায়দী: ৬৬৮; মুসনাদে আহমাদ: ৫২২৩, ৫৩৪১; মুসনাদুল বাযযার: ৬০০৮, ৬১১৮; মুসনাদে আবূ ইয়া'লা : ৫৫৭৫)
অপর এক বর্ণনায় আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 'হিজর-এর নিকট দিয়ে যান তখন বলেন, যারা নিজেদের উপর জুলুম করেছিল, তোমরা তাদের বাসভূমিতে প্রবেশ করো না, পাছে তাদের উপর যে মসিবত এসেছিল, সে মসিবত তোমাদের উপরও আসে। অবশ্য তোমরা ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করলে আলাদা কথা। তারপর তিনি নিজ মাথা ঢেকে ফেললেন এবং গতি দ্রুত করে দিলেন। এভাবে উপত্যকাটি অতিক্রম করলেন।
كتاب عيادة المريض وتشييع الميت والصلاة عليه وحضور دفنه والمكث عند قبره بعد دفنه
باب البكاء والخوف عِنْدَ المرور بقبور الظالمين ومصارعهم وإظهار الافتقار إِلَى الله تَعَالَى
والتحذير من الغفلة عن ذلك
954 - عن ابن عمرَ رضي الله عنهما: أنَّ رسول الله - صلى الله عليه وسلم - قَالَ لأصْحَابِهِ - يعْني لَمَّا وَصَلُوا الحِجْرَ - دِيَارَ ثَمُودَ -: «لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ المُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإنْ لَمْ تَكُونُوا بَاكِينَ، فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أصَابَهُمْ». متفقٌ عَلَيْهِ. (1)
وفي روايةٍ قَالَ: لَمَّا مَرَّ رسولُ الله - صلى الله عليه وسلم - بِالحِجْرِ، قَالَ: «لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أنْفُسَهُمْ، أَنْ يُصِيبَكُمْ مَا أصَابَهُمْ، إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ» ثُمَّ قَنَّع رسولُ الله - صلى الله عليه وسلم - رَأسَهُ وأسْرَعَ السَّيْرَ حَتَّى أجَازَ الوَادِي.
(7) -