ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫৫৪
প্রতিবেশী ও অতিথির অধিকার
(২৫৫৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার হাতে আমার প্রাণ তাঁর শপথ, কোনো ব্যক্তি মুমিন হবে না, যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করবে তার প্রতিবেশীর জন্য, অথবা তিনি বলেন, তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে।
عن أنس رضي الله عنه مرفوعا: والذي نفسي بيده لا يؤمن عبد حتى يجب لجاره أو قال: لأخيه ما يحب لنفسه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৫৫৫
প্রতিবেশী ও অতিথির অধিকার
(২৫৫৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে । যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে সে যেন তার অতিথিকে সম্মান করে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:২৫৫৬
প্রতিবেশী ও অতিথির অধিকার
(২৫৫৬) আবু যার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আবু যার, তুমি যখন তরকারি রান্না করবে তখন তাতে পানি বেশী করে দিবে এবং তোমার প্রতিবেশীদেরকে তা থেকে প্রদান করবে।
عن أبي ذر رضي الله عنه مرفوعا: يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা