ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৫৫২
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
পিতামাতার অধিকার
(২৫৫২) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পালনকর্তা আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং পালনকর্তার (আল্লাহর) অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে।
كتاب الإحسان
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: رضى الرب في رضى الوالد وسخط الرب في سخط الوالد (الوالدين).
তাহকীক:
হাদীস নং: ২৫৫৩
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
পিতামাতার অধিকার
(২৫৫৩) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কবীরা গোনাহসমূহের অন্যতম হল, কোনো ব্যক্তি তার পিতামাতাকে গালিগালাজ করবে। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, কোনো মানুষ কি তার পিতামাতাকে গালিগালাজ করে? তিনি বলেন, হ্যাঁ । সে অন্য কোনো মানুষের পিতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার পিতাকে গালি দেয় এবং সে অন্য ব্যক্তির মাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার মাকে গালি দেয়।
كتاب الإحسان
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: من الكبائر شتم الرجل والديه قالوا: يا رسول الله وهل يشتم الرجل والديه؟ قال: نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه.
তাহকীক: