ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৫৫৭
এক মুসলিমের নিকট অন্য মুসলিমের পাওনা
(২৫৫৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মুসলিমের প্রতি অন্য মুসলিমের দায়িত্ব ছয়টি। বলা হল, হে আল্লাহর রাসূল, সেগুলো কী কী? তিনি বলেন, ১. যখন তার সাথে সাক্ষাত হবে তখন তাকে সালাম দিবে, ২. যখন সে তোমাকে আহ্বান করবে বা দাওয়াত করবে তখন তুমি তার আহ্বানে সাড়া দিবে বা দাওয়াত কবুল করবে, ৩. যখন সে তোমার কাছে সুপরামর্শ চাইবে তখন তুমি তাকে সুপরামর্শ প্রদান করবে, ৪. যখন সে হাঁচি দিয়ে 'আলহামদু লিল্লাহ' বলবে তখন তুমি 'ইয়ারহামুকাল্লাহ' (আল্লাহ তোমাকে রহমত করুন) বলে তার জন্য দুআ করবে, ৫. যখন সে অসুস্থ হবে তখন তুমি তাকে দেখতে যাবে এবং ৬. যখন সে মৃত্যুবরণ করবে তখন তুমি তার জানাযার অনুগমন করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: حق المسلم على المسلم ست قيل: ما هن يا رسول الله؟ قال: إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسمته وإذا مرض فعده وإذا مات فاتبعه.

তাহকীক:
তাহকীক চলমান
