ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৮৩
অপরাধ ও সাজার অধ্যায়
যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত
(২৪৮৩) তাবিয়ি রাবীআহ ইবন আবু আব্দুর রহমান বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে, আবু বাকর রা.র যুগে, উমার রা.র যুগে এবং উসমান রা.র যুগে যিম্মি বা অমুসলিমের দিয়াত ছিল মুসলিমের দিয়াতের সমপরিমাণ । মুআবিয়া রা.র খিলাফাতের প্রথম দিকে তিনি বলেন, যিম্মির হত্যাকাণ্ডে যেমন তার আত্মীয়-স্বজন বিপদগ্রস্থ হয়েছে, তেমনি বিপদগ্রস্থ হয়েছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার বা বাইতুল মাল। কাজেই তোমরা এরূপ ক্ষেত্রে অর্ধেক দিয়াত বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করবে এবং অর্ধেক দিয়াত তার পরিবার-পরিজনকে প্রদান করবে।
كتاب الجنايات
عن ربيعة بن أبي عبد الرحمن قال: كان عقل الذمي مثل عقل المسلم في زمن رسول الله صلى الله عليه وسلم وزمن أبي بكر وزمن عمر وزمن عثمان حتى كان صدرا من خلافة معاوية رضي الله عنهم فقال معاوية: إن كان أهله أصيبوا به فقد أصيب به بيت مال المسلمين فاجعلوا لبيت المال النصف ولأهله النصف.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৮৪
অপরাধ ও সাজার অধ্যায়
যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত
(২৪৮৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে নাগরিক চুক্তিতে আব্দ্ধ আমিরি গোত্রের দুইজন কাফিরের হত্যার বিচারে রাসূলুল্লাহ (ﷺ) তাদের জন্য মুসলিমদের সমপরিমাণ দিয়াত প্রদান করেন।
كتاب الجنايات
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم ودي العامريين بدية المسلمين وكان لهما عهد من رسول الله صلى الله عليه وسلم.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪৮৫
অপরাধ ও সাজার অধ্যায়
যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত
(২৪৮৫) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত মুসলিমদের দিয়াতের অর্ধেক।
كتاب الجنايات
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: عقل أهل الذمة نصف عقل المسلمين.