ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৮৫
যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত
(২৪৮৫) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত মুসলিমদের দিয়াতের অর্ধেক।
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: عقل أهل الذمة نصف عقل المسلمين.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, সম্ভবত এই বিধানটি উপরোক্ত সমতার বিধান দ্বারা রহিত করা হয়েছে। অথবা বিশেষ ওযর বা পরিস্থিতিতে এই বিধান দেওয়া হয়েছিল । আল্লাহই ভালো জানেন।
