ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৮৪
যিম্মি বা অমুসলিম নাগরিকদের দিয়াত
(২৪৮৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে নাগরিক চুক্তিতে আব্দ্ধ আমিরি গোত্রের দুইজন কাফিরের হত্যার বিচারে রাসূলুল্লাহ (ﷺ) তাদের জন্য মুসলিমদের সমপরিমাণ দিয়াত প্রদান করেন।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم ودي العامريين بدية المسلمين وكان لهما عهد من رسول الله صلى الله عليه وسلم.
