ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৪৮১
অপরাধ ও সাজার অধ্যায়
মহিলার দিয়াত
(২৪৮১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (জন্ম ৫৫হি.) বলেন, আলী (মৃত্যু ৪০হি.) বলেছেন, নারীর দিয়াত পুরুষের দিয়াতের অর্ধেক- হত্যার ক্ষেত্রে ও অন্যান্য সকল অঙ্গহানি বা ক্ষতের ক্ষেত্রে।
كتاب الجنايات
عن إبراهيم عن علي رضي الله عنه أنه قال: عقل المرأة على النصف من عقل الرجل في النفس وفيما دونها.
তাহকীক:
হাদীস নং: ২৪৮২
অপরাধ ও সাজার অধ্যায়
মহিলার দিয়াত
(২৪৮২) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নারীর দিয়াত পুরুষের দিয়াতের সমান- তার দিয়াতের একতৃতীয়াংশে পৌছানো পর্যন্ত।
كتاب الجنايات
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: عقل المرأة مثل عقل الرجل حتى يبلغ الثلث من ديتها.
তাহকীক: