ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৮১
অপরাধ ও সাজার অধ্যায়
মহিলার দিয়াত
(২৪৮১) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (জন্ম ৫৫হি.) বলেন, আলী (মৃত্যু ৪০হি.) বলেছেন, নারীর দিয়াত পুরুষের দিয়াতের অর্ধেক- হত্যার ক্ষেত্রে ও অন্যান্য সকল অঙ্গহানি বা ক্ষতের ক্ষেত্রে।
كتاب الجنايات
عن إبراهيم عن علي رضي الله عنه أنه قال: عقل المرأة على النصف من عقل الرجل في النفس وفيما دونها.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি । আলী রা.র ইন্তিকালের পরে ইবরাহীম নাখয়ির জন্ম। তিনি অন্য কারো মাধ্যমে আলী রা.র এই মতামতটি জেনেছেন। এজন্য হাদীসটির সনদ মুরসাল বা বিচ্ছিন্ন। তবে ইবরাহীম পর্যন্ত সনদ সুন্দর। বাইহাকি মুআয রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে এই অর্থে একটি হাদীস উদ্ধৃত করে তা দুর্বল বলে উল্লেখ করেছেন) [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৬৩০৯]