ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৮০
স্ত্রী তার স্বামীর দিয়াতের উত্তরাধিকার লাভ করবেন
(২৪৮০) উমার রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, নিহত ব্যক্তির নিকটাত্মীয়গণ (নিহত ব্যক্তি হত্যাকারী হলে তার দিয়াত পরিশোধের দায়িত্ব যাদের উপর বর্তাত তারা) তার দিয়াত লাভ করবে। নিহতের স্ত্রী তার দিয়াতের অংশ পাবে না। কিন্তু দাহহাক ইবন সুফিয়ান রা. তাকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে চিঠি লিখে আমাকে নির্দেশ দিয়েছিলেন, আশইয়াম দাবাবির বিধবা স্ত্রীকে তার দিয়াতের উত্তরাধিকার প্রদান করতে । একথা শুনে উমার রা. তার মত পরিবর্তন করেন।
عن عمر رضي الله عنه أنه كان يقول: الدية للعاقلة ولا ترث المرأة من دية زوجها شيئا حتى قال له الضحاك بن سفيان: كتب إلى رسول الله صلى الله عليه وسلم: أن أورث امرأة أشيم الضبابي من دية زوجها فرجع عمر.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান