ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪০. অপরাধ ও সাজার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৪৮৬
একাধিক অঙ্গের ক্ষতির কারণে একাধিক দিয়াত প্ৰদান
(২৪৮৬) আবুল মুহাল্লিব বলেন, উমার রা.র যুগে একব্যক্তি অন্য ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করে। এতে ওই ব্যক্তির শ্রবণশক্তি, বাকশক্তি, বুদ্ধি এবং যৌনশক্তি নষ্ট হয়ে যায়- ফলে সে স্ত্রীগমন করতে অপারগ হয় । উমার রা. তার বিষয়ে ফয়সালা প্রদান করেন যে, উক্ত ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই (তার প্রাণহানি না ঘটলেও) তার জন্য চারিটি পূর্ণ দিয়াত প্রদান করতে হবে।
عن أبي المهلب قال: رمى رجل رجلا بحجر في رأسه في زمان عمر بن الخطاب رضي الله عنه فذهب سمعه وعقله ولسانه وذكره فلم يقرب النساء فقضى فيها عمر رضي الله عنه بأربع ديات وهو حي.

তাহকীক:
তাহকীক চলমান