ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৪২
মদকে সিরকায় (vinegar) রূপান্তরিত করা
(২৪৪২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সর্বোত্তম সিরকা তোমাদের মদের সিরকা।
عن جابر رضي الله عنه مرفوعا: خير خلكم خل خمركم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৪৩
মদকে সিরকায় (vinegar) রূপান্তরিত করা
(২৪৪৩) উম্মু সালামা রা. বলেন, আমাদের একটি মেষ বা ভেড়ি ছিল যা মারা যায়, তখন নবী (ﷺ) বললেন, তোমাদের ভেড়িটির কী হয়েছে? আমরা বললাম, মারা গিয়েছে। তিনি বলেন, তোমরা তার চামড়া কাজে লাগালে না কেন? আমরা বললাম, তা তো মৃত! তিনি বললেন, মৃত প্রাণির চামড়া পাকা করা (tanning) হালাল, যেমন মদের সিরকা হালাল।
عن أم سلمة رضي الله عنها قالت: كانت لنا شاة فماتت فقال النبي صلى الله عليه وسلم: ما فعلت شاتكم؟ قلنا: ماتت قال: أفلا انتفعتم بإهابها؟ قلنا: إنها ميتة قال: يحل دباغها كما يحل خل الخمر.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৪৪
মদকে সিরকায় (vinegar) রূপান্তরিত করা
(২৪৪৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, মদকে কি সিরকা বানানো যাবে? তিনি বললেন, না।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم سئل عن الخمر تتخذ خلا فقال: لا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা