ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৭. হালাল-হারাম পানীয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৪১
জ্বালিয়ে ঘন করা আঙুরের রস
(২৪৪১) মাহমুদ ইবন লাবীদ রা. বলেন, উমার ইবনুল খাত্তাব রা. তার খিলাফতকালে যখন সিরিয়ায় আসলেন তখন সিরিয়াবাসীগণ তার কাছে অভিযোগ করলেন যে, তাদের দেশে রোগ-ব্যাধির প্রাদুর্ভাব ও বসবাস কঠিন এবং তারা বললেন, আঙুরের শরবত ছাড়া অন্য কিছু আমাদের (স্বাস্থ্যগত পরিবেশগত) উপকারে লাগে না। তখন উমার রা. বললেন, আপনারা এই মধু পান করুন । তারা বললেন, মধুতে আমাদের কাজ হয় না। তখন সে দেশের একব্যক্তি বললেন, আমরা কি আপনার জন্য এই শরবত বানিয়ে দেব যাতে মাদকতা থাকবে না? তিনি বলেন, হ্যাঁ। তখন তারা তা রান্না শুরু করেন। জ্বালাতে জ্বালাতে যখন তার তিনভাগের দুইভাগ চলে গেল এবং একভাগ অবশিষ্ট থাকল তখন তারা তা নিয়ে উমারের কাছে আসলেন। উমার তার মধ্যে নিজের আঙুল দিয়ে আঙুলটি উঠিয়ে নেন। এতে পাত্রের রস আঙুলের সাথে লম্বা হয়ে উঠে আসে। তিনি বলেন, এ তো উটের পিঠে দেওয়ার আলকাতরার মতো আবরণ। তখন তিনি তাদেরকে তা পান করার নির্দেশ (অনুমতি) দিলেন। এতে সেনাপতি উবাদা ইবনুস সামিত রা. বললেন, আল্লাহর কসম, আপনি তো মদ হালাল করে দিলেন। তখন উমার রা. বলেন, আল্লাহর কসম, কখনোই আমি মদ হালাল করি নি। হে আল্লাহ, আপনি তাদের জন্য যা হারাম করেছেন তার কোনো কিছুই আমি তাদের জন্য হালাল করছি না এবং আপনি তাদের জন্য যা হারাম করেছেন তার কোনো কিছুই আমি তাদের জন্য হালাল করছি না।
عن محمود بن لبيد الأنصاري أن عمر بن الخطاب رضي الله عنه حين قدم الشام شكا إليه أهل الشام وباء الأرض وثقلها وقالوا: لا يصلحنا إلا هذا الشراب فقال عمر: إشربوا هذا العسل قالوا: لا يصلحنا العسل فقال رجل من أهل الأرض: هل لك أن نجعل لك من هذا الشراب شيئا لا يسكر؟ قال: نعم. فطبخوه حتى ذهب منه الثلثان وبقي الثلث فأتوا به عمر فأدخل فيه عمر إصبعه ثم رفع يده فتبعها يتمطط فقال: هذا الطلاء هذا مثل طلاء الإبل فأمرهم عمر أن يشربوه فقال له عبادة بن الصامت أحللتها والله فقال عمر: كلا والله اللهم إني لا أحل لهم شيئا حرمته عليهم ولا أحرم عليهم شيئا أحللته لهم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান