ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৪৪
মদকে সিরকায় (vinegar) রূপান্তরিত করা
(২৪৪৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, মদকে কি সিরকা বানানো যাবে? তিনি বললেন, না।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم سئل عن الخمر تتخذ خلا فقال: لا.

হাদীসের ব্যাখ্যা:

(মদের মধ্যে কোনো দ্রব্য মিশ্রিত করে তাকে সিরকায় রূপান্তরিত করা বৈধ কিনা সে বিষয়ে ফকীহগণের মতভেদ রয়েছে। অনেকে এই হাদীসের ভিত্তিতে তা অবৈধ বলে ঘোষণা করেছেন। ইমাম আবু হানীফা, সুফিয়ান সাওরি প্রমুখ ফকীহ মদকে সিরাকায় রূপান্তারিত করা বৈধ বলেছেন। তারা উপরের হাদীসগুলোর উপর নির্ভর করেছেন। তাদের মতানুসারে এই হাদীসের ব্যাখ্যায়) গ্রন্থকার বলেন, সম্ভবত মদের অবৈধতার বিষয়টি জোরদার করার জন্য রাসূলুল্লাহ (ﷺ) এরূপ বলেছিলেন। অথবা সিরকার নামে মদ পানের সুযোগ বন্ধ করার জন্য তিনি এরূপ বলেছিলেন। মদ হারাম ঘোষণার প্রথম দিকে এরূপ বিধান দিয়েছিলেন। এর প্রমাণ হল, তিনি প্রথম দিকে মদের পাত্রগুলো ভেঙ্গে ফেলার এবং মশকগুলো কেটে ফেলার নির্দেশ প্রদান করেন । তাবারানি আবু তালহা রা. থেকে এরূপ বর্ণনা করেছেন । মুসলিম এর মূল অর্থ সঙ্কলন করেছেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৪৪ | মুসলিম বাংলা