ফিকহুস সুনান ওয়াল আসার

৩৭. হালাল-হারাম পানীয়

হাদীস নং: ২৪৪৩
মদকে সিরকায় (vinegar) রূপান্তরিত করা
(২৪৪৩) উম্মু সালামা রা. বলেন, আমাদের একটি মেষ বা ভেড়ি ছিল যা মারা যায়, তখন নবী (ﷺ) বললেন, তোমাদের ভেড়িটির কী হয়েছে? আমরা বললাম, মারা গিয়েছে। তিনি বলেন, তোমরা তার চামড়া কাজে লাগালে না কেন? আমরা বললাম, তা তো মৃত! তিনি বললেন, মৃত প্রাণির চামড়া পাকা করা (tanning) হালাল, যেমন মদের সিরকা হালাল।
عن أم سلمة رضي الله عنها قالت: كانت لنا شاة فماتت فقال النبي صلى الله عليه وسلم: ما فعلت شاتكم؟ قلنا: ماتت قال: أفلا انتفعتم بإهابها؟ قلنا: إنها ميتة قال: يحل دباغها كما يحل خل الخمر.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৪৩ | মুসলিম বাংলা