ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৯৩
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
দাবা খেলা
(২৩৯৩) ইবন উমার রা. থেকে বর্ণিত, তাকে দাবা খেলা সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন, দাবা খেলা লুডু বা নারদশীর খেলার চেয়েও খারাপ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عمر رضي الله عنهما أنه سئل عن الشطرنج فقال: هي شر من النرد.
হাদীস নং: ২৩৯৪
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
দাবা খেলা
(২৩৯৪) তাবিয়ি কাসিম ইবন মুহাম্মাদ বলেছেন, যা কিছু আল্লাহর যিকর ও সালাত থেকে অমনোযোগী করে তাই মাইসির বা জুয়া বলে গণ্য ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن القاسم بن محمد أنه قال: كل ما ألهى عن ذكر الله وعن الصلاة فهو ميسر.