ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৯৪
দাবা খেলা
(২৩৯৪) তাবিয়ি কাসিম ইবন মুহাম্মাদ বলেছেন, যা কিছু আল্লাহর যিকর ও সালাত থেকে অমনোযোগী করে তাই মাইসির বা জুয়া বলে গণ্য ।
عن القاسم بن محمد أنه قال: كل ما ألهى عن ذكر الله وعن الصلاة فهو ميسر.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, যারা দাবা খেলা বৈধ বলে গণ্য করেছেন তাদের মতানুযায়ী উপরের হাদীসের ব্যাখ্যা হবে এই হাদীসটি । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৯৪ | মুসলিম বাংলা