ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৯৩
দাবা খেলা
(২৩৯৩) ইবন উমার রা. থেকে বর্ণিত, তাকে দাবা খেলা সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন, দাবা খেলা লুডু বা নারদশীর খেলার চেয়েও খারাপ।
عن ابن عمر رضي الله عنهما أنه سئل عن الشطرنج فقال: هي شر من النرد.

হাদীসের ব্যাখ্যা:

আরো কয়েকজন সাহাবি দাবা খেলা অপছন্দ করে মত প্রকাশ করেছেন, যাদের মতামত বাইহাকি সঙ্কলন করেছেন। তাদের মধ্যে রয়েছেন আলী রা., ইবন আব্বাস রা., আবু মুসা আশআরি রা., আবু সায়ীদ খুদরি রা. প্রমুখ । বাইহাকি বলেন, দাবা খেলা যারা অপছন্দ করেছেন তাদের সংখ্যা বেশি এবং তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন যাদের কথা দলীল হিসেবে গ্রহণযোগ্য ।
দাবা খেলার অবৈধতার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোনো সহীহ বা গ্রহণযোগ্য হাদীস বর্ণিত হয় নি। এ অর্থে আবু হুরাইরা রা.র সূত্রে বর্ণিত হাদীস উকাইলি তার ‘দুআফা' গ্রন্থে সঙ্কলন করেছেন। ইবন হিব্বান তার ‘দুআফা' গ্রন্থে ওয়াসিলা রা.র সূত্রে একটি হাদীস সঙ্কলন করেছেন । হাদীসটি দুইটির কোনো গ্রহণযোগ্য সনদ পাওয়া যায় না।
দামীরি উল্লেখ করেছেন যে, উমার রা., আবুল ইউসর রা., আবু হুরাইরা রা., হাসান রা., যাইনুল আবিদীন রাহ., কাসিম রাহ. ও অন্যান্য সাহাবি ও তাবিয়ি দাবা খেলাকে বৈধ বলেছেন। বাইহাকি এদের কারো কারো মত সঙ্কলন করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৯৩ | মুসলিম বাংলা