ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৯৫
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৫) আবু মালিক আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের কিছু মানুষ মদ পান করবে। তারা মদকে অন্য নামে নামকরণ করবে। তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র ও গায়িকাদের দ্বারা গানবাজনা করা হবে। আল্লাহ তাদেরকে পৃথিবীর অভ্যন্তরে বিধ্বংস ও প্রোথিত করে দিবেন এবং তাদেরকে বাঁদর ও শূকরে রূপান্তরিত করবেন।
عن أبي مالك الأشعري رضي الله عنه مرفوعا: ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رءوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير.
tahqiqতাহকীক:তাহকীক চলমান