ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৯৬
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৬) ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মাতের জন্য হারাম করেছেন মদ, জুয়া, ভুট্টা, যব বা গম থেকে তৈরী মাদকতা বা নেশাসৃষ্টিকারী পানীয়, ঢোল ও তবলা।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: إن الله حرم على أمتي الخمر والميسر والمزر والقنين والكوبة
tahqiqতাহকীক:তাহকীক চলমান