ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৯৭
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৭) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় পরাক্রান্ত আল্লাহ আমাকে সকল সৃষ্টিজগতের করুণা ও পথপ্রদর্শনরূপে প্রেরণ করেছেন । এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি বাঁশি, জুয়া জাতীয় খেলায় ব্যবহৃত লাঠি ও বাদ্যযন্ত্র বিনষ্ট করব।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: إن الله عز وجل بعثني رحمة وهدى للعالمين وأمرني أن أمحق المزامير والكبارات يعني البرابط والمعازف .
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ যয়ীফ** সনদে)। [মুসনাদ আহমাদ, হাদীস-২২২১৮; মুসনাদ হারিস, হাদীস-৭৭১]
** [শুআইব আরনাউত বলেন, হাদীসটি যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল। যাহাবি বলেন, সনদের তিনজন রাবী, অর্থাৎ ফারাজ ইবন ফাদালাহ, আলী ইবন ইয়াযীদ ও কাসিম ইবন আব্দুর রাহমান দুর্বল । দেখুন: যাহাবি, তানকীহুত তাহকীক ২/১২৫; আযীমাবাদি, আওনুল মা'বুদ ১৩/১৮৫ এবং মুসনাদ আহমাদে হাদীস নং ২২২১৮এ শুআইব আরনাউতকৃত টীকা । -সম্পাদক]
** [শুআইব আরনাউত বলেন, হাদীসটি যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল। যাহাবি বলেন, সনদের তিনজন রাবী, অর্থাৎ ফারাজ ইবন ফাদালাহ, আলী ইবন ইয়াযীদ ও কাসিম ইবন আব্দুর রাহমান দুর্বল । দেখুন: যাহাবি, তানকীহুত তাহকীক ২/১২৫; আযীমাবাদি, আওনুল মা'বুদ ১৩/১৮৫ এবং মুসনাদ আহমাদে হাদীস নং ২২২১৮এ শুআইব আরনাউতকৃত টীকা । -সম্পাদক]