ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩৯২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
পরিচ্ছেদঃ ঘুঁটি বা ছক্কা দিয়ে খেলাধুলা
(২৩৯২) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খুঁটি বা ছক্কা চালিয়ে নারদশীর বা লুডু (backgammon) খেলা করল, সে যেন শূকরের রক্ত ও মাংস দিয়ে তার হাত রঞ্জিত করল।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن بريدة رضي الله عنه مرفوعا: من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه.