ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩৯০
বৈধ খেলাধুলা
(২৩৯০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পৃথিবীর ক্রীড়া-কৌতুক সবই বাতিল বা অর্থহীন, শুধুমাত্র তিন প্রকার ছাড়া: তোমার ধনুক নিয়ে তীর নিক্ষেপ করা, তোমার ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এবং তোমার স্ত্রীর সাথে ক্রীড়াকৌতুক-হাসিতামাশা করা; এগুলো অর্থবহ ও সঠিক।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل شيء من لهو الدنيا باطل إلا ثلاثة: إنتضالك بقوسك وتأديبك فرسك وملاعبتك أهلك فإنها من الحق.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৯১
বৈধ খেলাধুলা
(২৩৯১) জাবির ইবন আব্দুল্লাহ ও জাবির ইবন উমাইর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর যিকির নেই এমন সবকিছুই ক্রীড়া ও কৌতুক, শুধু চারটি কর্ম ব্যতীত: কোনো ব্যক্তির তার স্ত্রীর সাথে হাসিতামাশা বা খেলাধুলা করা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, নিক্ষেপের লক্ষ্যের মধ্যে চলাচল করা এবং সাঁতার শিক্ষা দেওয়া।
عن جابر بن عبد الله وجابر بن عمير رضي الله عنهما مرفوعا: كل شيء ليس فيه ذكر الله فهو لهو ولعب إلا أربع ملاعبة الرجل امرأته وتأديب الرجل فرسه ومشيه بين الغرضين وتعليم الرجل السباحة.

তাহকীক:
তাহকীক চলমান
