ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৯১
বৈধ খেলাধুলা
(২৩৯১) জাবির ইবন আব্দুল্লাহ ও জাবির ইবন উমাইর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর যিকির নেই এমন সবকিছুই ক্রীড়া ও কৌতুক, শুধু চারটি কর্ম ব্যতীত: কোনো ব্যক্তির তার স্ত্রীর সাথে হাসিতামাশা বা খেলাধুলা করা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, নিক্ষেপের লক্ষ্যের মধ্যে চলাচল করা এবং সাঁতার শিক্ষা দেওয়া।
عن جابر بن عبد الله وجابر بن عمير رضي الله عنهما مرفوعا: كل شيء ليس فيه ذكر الله فهو لهو ولعب إلا أربع ملاعبة الرجل امرأته وتأديب الرجل فرسه ومشيه بين الغرضين وتعليم الرجل السباحة.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, উপরের এক হাদীসে 'তিন' ও অন্য হাদীসে 'চার' বলা হয়েছে। এথেকে বোঝা যায় যে, হাদীসগুলোতে বৈধ খেলাধুলা কোনো নির্ধারিত সংখ্যায় সীমাবদ্ধ করা উদ্দেশ্য নয় (বরং উদ্দেশ্য হল, এইরূপ অর্থবহ বা শরীরচর্চামূলক খেলাধুলার বৈধতা উল্লেখ করা)। মহান আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৯১ | মুসলিম বাংলা