ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৯৫
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৫) আবু মালিক আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের কিছু মানুষ মদ পান করবে। তারা মদকে অন্য নামে নামকরণ করবে। তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র ও গায়িকাদের দ্বারা গানবাজনা করা হবে। আল্লাহ তাদেরকে পৃথিবীর অভ্যন্তরে বিধ্বংস ও প্রোথিত করে দিবেন এবং তাদেরকে বাঁদর ও শূকরে রূপান্তরিত করবেন।
عن أبي مالك الأشعري رضي الله عنه مرفوعا: ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رءوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৯৬
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৬) ইবন আমর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মাতের জন্য হারাম করেছেন মদ, জুয়া, ভুট্টা, যব বা গম থেকে তৈরী মাদকতা বা নেশাসৃষ্টিকারী পানীয়, ঢোল ও তবলা।
عن ابن عمرو رضي الله عنه مرفوعا: إن الله حرم على أمتي الخمر والميسر والمزر والقنين والكوبة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৯৭
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৭) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিমাময় পরাক্রান্ত আল্লাহ আমাকে সকল সৃষ্টিজগতের করুণা ও পথপ্রদর্শনরূপে প্রেরণ করেছেন । এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি বাঁশি, জুয়া জাতীয় খেলায় ব্যবহৃত লাঠি ও বাদ্যযন্ত্র বিনষ্ট করব।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: إن الله عز وجل بعثني رحمة وهدى للعالمين وأمرني أن أمحق المزامير والكبارات يعني البرابط والمعازف .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৩৯৮
বাদ্যযন্ত্র, বাঁশি, গায়িকা, তবলা, মাদক পানীয়, ঘুঁটি (ছক্কা)
(২৩৯৮) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ () দশটি কর্ম অপছন্দ করতেন । তন্মধ্যে একটি কর্ম হল ঘুঁটি (ছক্কা) মারা ।
عن ابن مسعود رضي الله عنه أنّ نبي الله صلى الله عليه وسلم كان يكره عشرة خصال وفيه: والضرب بالكعاب.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান