ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৩৬৬
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৬) তাবিয়ি কাতাদা বলেন, আমি আনাস রা.কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি বললেন, হ্যাঁ ।
عن قتادة قال: قلت لأنس رضي الله عنه: أكانت المصافحة في أصحاب النبي صلى الله عليه وسلم؟ قال: نعم.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৩৬৭
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৭) বারা' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো দুইজন মুসলিম যখন পরস্পরে সাক্ষাত করে হাত মেলান [মুসাফাহা করেন] তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের ক্ষমা করা হয়।
عن البراء رضي الله عنه مرفوعا: ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৩৬৮
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৮) ইমাম বুখারির পিতা ইসমাঈল ইবন ইবরাহীম ইবনুল মুগীরা আল-জু’ফি বলেন, (প্রসিদ্ধ তাবি’-তাবিয়ি) হাম্মাদ ইবন যাইদ (১৭৯ হি.) তার উভয় হাত দিয়ে (প্রখ্যাত তাবি’-তাবিয়ি) আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ হি.) এর সাথে মুসাফাহা বা করমর্দন করেন।
عن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي: صافح حماد بن زيد ابن المبارك بيديه . أنه رأى حماد بن زيد صافح ابن المبارك بكلتا يديه.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৩৬৯
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৯) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যের সালাম-সম্ভাষণের পূর্ণতা হল করমর্দন বা মুসাফাহা।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: تمام تحيتكم (تحياتكم) بينكم المصافحة.

তাহকীক:
তাহকীক চলমান