ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬৯
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৯) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যের সালাম-সম্ভাষণের পূর্ণতা হল করমর্দন বা মুসাফাহা।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: تمام تحيتكم (تحياتكم) بينكم المصافحة.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি । তিনি বলেন, হাদীসটির সনদ শক্তিশালী নয় । তিনি ইবন মাসউদ রা.র সূত্রেও রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বাণী উদ্ধৃত করেছেন এবং উল্লেখ করেছেন যে, ইবন মাসউদের সূত্রে বর্ণিত হাদীসটিও দুর্বল ও অগ্রহণযোগ্য)।** [সুনান তিরমিযি, হাদীস-২৭৩১; মুসনাদ আহমাদ, হাদীস-২২২৩৬]

** [ইবন মাসউদের হাদীসটির সনদ দুর্বল। শুআইব আরনাউত বলেন, আবু উমামার হাদীসের সনদ যয়ীফ জিদ্দান । ইবনুল আসীর বলেন, তবে এই অর্থে হাদীসটির একাধিক শাহিদ আছে। আবু হুরাইরা থেকে এই অর্থের আরো মারফূ' হাদীস বর্ণনা করেছেন খারায়িতি। আর ইমাম বুখারি সহীহ সনদে বর্ণনা করেছেন বারা' ইবন আযিব রা. থেকে মাওকুফ হাদীস। দেখুন: বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-৯৬৮; খারায়িতি, মাকারিমুল আখলাক, হাদীস-৮৫১; ইবনুল আসীর, জামিউল উসুল ৬/৬২৮; আলবানি, যয়ীফ সুনান তিরমিযি, পৃ. ৩২৫-৩২৬; শুআইব আরনাউত, তাহকীক মুসনাদ আহমাদ ৩৬/৫৭৩-৫৭৪। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান