ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬৮
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৮) ইমাম বুখারির পিতা ইসমাঈল ইবন ইবরাহীম ইবনুল মুগীরা আল-জু’ফি বলেন, (প্রসিদ্ধ তাবি’-তাবিয়ি) হাম্মাদ ইবন যাইদ (১৭৯ হি.) তার উভয় হাত দিয়ে (প্রখ্যাত তাবি’-তাবিয়ি) আব্দুল্লাহ ইবনুল মুবারাক (১৮১ হি.) এর সাথে মুসাফাহা বা করমর্দন করেন।
عن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي: صافح حماد بن زيد ابن المبارك بيديه . أنه رأى حماد بن زيد صافح ابن المبارك بكلتا يديه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬৮ | মুসলিম বাংলা