ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬৯
মুসাফাহা বা করমর্দনের মর্যাদা এবং কীভাবে তা করতে হবে
(২৩৬৯) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যের সালাম-সম্ভাষণের পূর্ণতা হল করমর্দন বা মুসাফাহা।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: تمام تحيتكم (تحياتكم) بينكم المصافحة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬৯ | মুসলিম বাংলা