ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৭০
কোলাকুলি করা
(২৩৭০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জা'ফর ইবন আবু তালিব রা.কে আফ্রিকার ইরিত্রিয়া দেশে প্রেরণ করেন। যখন জা'ফর ফিরে আসলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে জড়িয়ে ধরে ঘাড়ে ঘাড় মিলালেন এবং তার দুইচক্ষুর মাঝে চুম্বন করলেন।
عن ابن عمر رضي الله عنه قال: وجه رسول الله صلى الله عليه وسلم جعفر بن أبي طالب رضي الله عنه إلى بلاد الحبشة فلما قدم اعتنقه وقبل بين عينيه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান