ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৩৬৫
সাক্ষাতের সময় মুসাফাহা বা করমর্দন
(২৩৬৫) আনাস রা. বলেন, একব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কেউ যদি তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাত করে তবে সে কি তার জন্য মাথা ঝুকাবে? তিনি বলেন, না। লোকটি বলে, তবে সে কি তাকে জড়িয়ে ধরবে এবং চুমু খাবে? তিনি বলেন, না। লোকটি বলে, তবে কি সে তার হাত ধরবে এবং তার হাতের সাথে হাত মিলাবে [মুসাফাহা করবে ? তিনি বলেন, হ্যাঁ।
عن أنس رضي الله عنه قال: قال رجل يا رسول الله الرجل منا يلقى أخاه أو صديقه أينحني له؟ قال: لا قال: أفيلتزمه ويقبله؟ قال: لا قال أفيأخذ بيده ويصافحه؟ قال: نعم.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা