ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২১. প্রতিনিধিত্ব করা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৩৬
বিবাহের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৬) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উমার ইবনুল খাত্তাব রার মাধ্যমে তার নিকট বিবাহের প্রস্তাব পাঠান। এ বিষয়ক বিস্তারিত বিবরণের শেষে হাদীসে বলা হয়েছে: তখন উম্মু সালামা রা. তার পুত্রকে বলেন, হে উমার, উঠো এবং রাসূলুল্লাহ (ﷺ) কে বিবাহ করাও । তখন সে বিবাহের কার্যাদি সম্পন্ন করে।
عن أم سلمة رضي الله عنها أنه بعث إليها رسول الله صلى الله عليه وسلم عمر بن الخطاب يخطبها عليه... فقالت لابنها: يا عمر قم فزوج رسول الله صلى الله عليه وسلم فزوجه

তাহকীক:
তাহকীক চলমান