ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২১. প্রতিনিধিত্ব করা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৩৫
ক্রয়ের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৫) উরওয়া বারিকি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে একটি দীনার প্রদান করেন একটি ছাগি ক্রয় করার জন্য । তিনি দীনারটি দিয়ে তাঁর জন্য দুটি ছাগি ক্রয় করেন। অতঃপর তিনি একটি ছাগি এক দীনারে বিক্রয় করেন এবং একটি ছাগি ও একটি দীনার নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন । তখন তিনি তার বেচাকেনায় বরকতের জন্য দুআ করেন।
عن عروة البارقي رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم أعطاه دينارا يشتري له به شاة فاشترى له به شاتين فباع إحداهما بدينار وجاءه بدينار وشاة فدعا له بالبركة في بيعه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান