ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২১. প্রতিনিধিত্ব করা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২১৩৪
সম্পদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, আমি খাইবারে গমন করার সিদ্ধান্ত গ্রহণ করি। তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গমন করে তাঁকে সালাম জানাই এবং বলি, আমি খাইবারে যাব বলে মনস্থ করেছি । তিনি বলেন, তুমি যখন (খাইবারে আমার মালামাল দেখাশোনার জন্য নিযুক্ত) আমার প্রতিনিধির (attorney / agent / manager) নিকট গমন করবে তখন তার নিকট থেকে ১৫ ওয়াসাক (প্রায় ২,৯৭০ কিলোগ্রাম) খেজুর গ্রহণ করবে।
عن جابر بن عبد الله رضي الله عنه قال: أردت الخروج إلى خيبر فأتيت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه وقلت له: إني أردت الخروج إلى خيبر فقال: إذا أتيت وكيلي فخذ منه خمسة عشر وسقا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান