ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২১. প্রতিনিধিত্ব করা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২১৩৭
মামলা-বিবাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৭) আব্দুল্লাহ ইবন জা'ফার ইবন আবু তালিব রা. বলেন, (আমার চাচা) আলী ইবন আবু তালিব রা. মামলা-মোকদ্দমা অপছন্দ করতেন । এজন্য যখন তিনি কোনো মামলা-মোকদ্দমার মধ্যে পড়তেন তখন (তার ভাই) আকীল ইবন আবু তালিব রা.কে সে বিষয়ে তার প্রতিনিধি ( attorney / agent) নিয়োগ করতেন। যখন আকীল রা. বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি আমাকে প্রতিনিধি নিয়োগ করলেন।
عن عبد الله بن جعفر رضي الله عنه قال: كان علي بن أبي طالب رضي الله عنه يكره الخصومة فكان إذا كانت له لخصومة وكل فيها عقيل بن أبي طالب فلما كبر عقيل وكلني

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২১৩৮
মামলা-বিবাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৮) সাহল ইবন আবু হাসমাহ রা. বলেন, তার গোত্রের কয়েকজন মানুষ খাইবারে গমন করেন। সেখানে তাদের একজনকে তারা নিহত অবস্থায় দেখতে পান, কিন্তু কে খুন করেছে তা বুঝতে পারেন না।... তখন তারা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গমন করে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা খাইবারে গমন করি এবং সেখানে আমাদের একজনকে নিহত দেখতে পাই । তখন তিনি বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক বয়স্ক সেই কথা বলবে।...
عن سهل بن أبي حثمة رضي الله عنه... فانطلقوا إلى النّبي صلى الله عليه وسلم فقالوا: يا رسول الله انطلقنا إلى خيبر فوجدنا أحدنا قتيلا فقال: الكبر الكبر... الحديث

তাহকীক:
তাহকীক চলমান
