ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০৩১
বিক্রয় ও শর্ত একত্রকরণ বিষয়ক হাদীসের ব্যাখ্যা
(২০৩১) জাবির রা. বলেন, তিনি তার একটি উটের পিঠে চড়ে সফর করছিলেন । উটটি ক্লান্ত ও অক্ষম হয়ে পড়েছিল । তখন তিনি উটটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, এ সময়ে রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আগমন করেন। তিনি আমার জন্য দুআ করেন এবং উটটিকে আঘাত করেন । তখন উটটি এমন দ্রুত চলতে থাকে যেভাবে সে কোনোদিনও চলে নি। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, উটটি আমাকে এক উকিয়া (১২০ গ্রাম) রৌপ্যের বিনিময়ে বেচে দাও। তখন আমি এক উকিয়া রৌপ্যের বিনিময়ে উটটি তাঁকে বিক্রয় করি। তবে শর্ত করি যে, উটটির পিঠে চড়ে আমি বাড়ি পর্যন্ত গমন করব। আমি বাড়িতে পৌছানোর পরে উটটি নিয়ে তাঁর নিকট গমন করি । তিনি আমাকে উটটির মূল্য নগদ প্রদান করেন। অতঃপর যখন আমি ফিরে আসলাম, তখন তিনি আমার পিছে লোক পাঠিয়ে আমাকে ডাকেন । তিনি আমাকে বলেন, তুমি কি মনে করেছিলে যে, তোমার উটটি নিয়ে নেওয়ার জন্য আমি তোমার সাথে দরদাম করেছিলাম? তুমি তোমার উট এবং তোমার টাকাগুলো সবই নিয়ে যাও। এগুলো সবই তোমার।
عن جابر رضي الله عنه أنه كان يسير على جمل له قد أعيا فأراد أن يسيبه قال: فلحقني النّبي صلى الله عليه وسلم فدعا لي وضربه فسار سيرا لم يسر مثله قال: بعنيه بوقية فبعته بوقية واستثنيت عليه حملانه إلى أهلي فلما بلغت أتيته بالجمل فنقدني ثمنه ثم رجعت فأرسل في أثري فقال: أتراني ماكستك لآخذ جملك خذ جملك ودراهمك فهو لك

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২০৩২
বিক্রয় ও শর্ত একত্রকরণ বিষয়ক হাদীসের ব্যাখ্যা
(২০৩২) আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি 'বারীরা' নাম্মী এক ক্রীতদাসীকে বিমুক্ত করার উদ্দেশ্যে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন । বারীরার মালিক পক্ষ এক্ষেত্রে শর্ত করেন যে, বারীরাকে আযাদ করার পরে তার পরিচয় ও উত্তরাধিকার-সম্পর্ক (clientage) তাদেরই থাকবে । তখন তিনি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) কে জানান। তিনি বলেন, তুমি তাকে ক্রয় করো এবং মুক্ত করো । যে মুক্ত করবে সে পরিচয় ও উত্তরাধিকার সম্পর্ক লাভ করবে ।
عن عائشة رضي الله عنها أنها أرادت أن تشتري بريرة للعتق فاشترطوا ولاءها فذكرت ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال: إشتريها وأعتقيها فإن الولاء لمن أعتق (واشترطي لهم الولاء).

তাহকীক:
তাহকীক চলমান
