ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২০২৯
বিক্রয়ের সাথে শর্ত, এক বিক্রয়ে দুই শর্ত, যিম্মাদারি গ্রহণ ছাড়া লাভ এবং বিক্রেতার নিকট যা নেই তা বিক্রয় করা বৈধ নয়
(২০২৯) আমর ইবন শুআইব বলেন, আমাকে আমার পিতা বলেছেন, তিনি তার পিতা থেকে, তিনি আব্দুল্লাহ ইবন আমর রা. থেকে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিক্রয় ও কর্য একত্র করা, একই বিক্রয় চুক্তিতে দুইটি শর্ত করা, যার যিম্মাদারি গ্রহণ করা হয় নি তার লাভ গ্রহণ করা এবং বিক্রেতার নিকট যা নেই তা বিক্রয় করা বৈধ নয়।
عن عمرو بن شعيب عن أبيه عن جده (حتى ذكر عبد الله بن عمرو) قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يحل سلف وبيع ولا شرطان في بيع ولا ربح ما لم تضمن ولا بيع ما ليس عندك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২০৩০
বিক্রয়ের সাথে শর্ত, এক বিক্রয়ে দুই শর্ত, যিম্মাদারি গ্রহণ ছাড়া লাভ এবং বিক্রেতার নিকট যা নেই তা বিক্রয় করা বৈধ নয়
(২০৩০) আবু হানীফা রাহ. বলেন, আমাকে আমর ইবন শুআইব বলেছেন, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন বিক্রয় ও শর্ত একত্রিত করতে ।
عن أبي حنيفة قال: حدثني عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع وشرط

তাহকীক:
তাহকীক চলমান
